দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: “অগা বগা লগা দের ভয়ে কাজ করতে শুরু করলাম!” ‘অভিনব’ এই পোস্টার সাঁটিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের অবস্থান-মঞ্চেই চেয়ার, টেবিল পেতে চিকিৎসা পরিষেবা দিলেন সিনিয়র চিকিৎসক প্রকাশ চন্দ্র ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, “প্রতিবাদ তো শিক্ষিত সমাজ করছে। অশিক্ষিতরা তো করছে না! এই পোস্টারের মানে নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পারছেন। এই ভাবে আন্দোলন শেষ করা যাবে? এই সব করলে আন্দোলনের তীব্রতা বাড়বে। মানুষকে ক্ষেপিয়ে দিলে ঝাঁঝ বাড়বে। এই লেখাটা ভাল করে দেখান। লোকে বুঝবে, কোন সমাজে চিকিৎসদের হাটে-বাজারে ঘুরতে হয়, কীসের জন্য! সমস্ত স্তরে খারাপ লোক রয়েছে। আধ ঘণ্টা লাগত না এই কেস সলভ করতে! বারো ঘণ্টা পরে পুড়িয়ে দেওয়ার পর FIR করা হচ্ছে। এর থেকে লজ্জার আর কী?”

thebengalpost.net
অবস্থান-মঞ্চই যখন আউটডোর:

এ প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, বরাবরই তাঁর (ডঃ পি.সি ঘোষের) কন্ঠ অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়। মেদিনীপুর মেডিক্যালের সেই ‘ব্যতিক্রমী’ ও ‘প্রতিবাদী’ চিকিৎসক ডঃ পি.সি ঘোষ আর জি কর ইস্যুতেও এদিন ঠিক এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার আউটডোর থেকে বেরিয়ে এসে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের অবস্থান-মঞ্চেই (বা, ধর্না মঞ্চেই) চেয়ার, টেবিল পেতে রোগী দেখার সিদ্ধান্ত নেন প্রখ্যাত শিশু ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডঃ পি.সি ঘোষ (চিকিৎসক প্রকাশ চন্দ্র ঘোষ)। ডঃ ঘোষ যেখানে রোগীদের (বা, শিশুদের) দেখছিলেন, ঠিক তার পেছনেই সাঁটানো ছিল অভিনব এক পোস্টার। তাতে লেখা ছিল- “অগা বগা লগা দের ভয়ে কাজ করতে শুরু করলাম!” পোস্টারের নিচে লেখা- “ডিয়েচু বেনু গোয়ালা ২২/০৮/২০২৪”।

thebengalpost.net
অবস্থান-মঞ্চেই চিকিৎসা পরিষেবা দিলেন ডঃ পি.সি ঘোষ:

তবে কি প্রশাসন বা সরকারের তরফে কোনও চাপ আসছে? নাকি, সমাজ-পতিদের হুমকি? ডঃ ঘোষ বলেন, “এই আন্দোলন যাঁরা করছেন তাঁরা শিক্ষিত। অশিক্ষিতরা আন্দোলন করছেন না! কাজেই শিক্ষিতরা এই পোস্টারের অর্থ ঠিকই বুঝে যাবেন।” এ প্রসঙ্গে এও তাৎপর্যপূর্ণ যে, বৃহস্পতিবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্যাল মামলার শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্য ‘কর্মবিরতি’ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যালের সিনিয়র চিকিৎসকের এই ‘অভিনব’ প্রতিবাদে উচ্ছ্বসিত জুনিয়ররা! তাঁরা বলেন, “সত্যিই স্যার এক অভিনব প্রতিবাদ তুলে ধরেছেন। আমরা কৃতজ্ঞ!” তাঁরা এও বলেন, “আজ ১৪ দিনে পড়ল আমাদের আন্দোলন। এখনও দোষীদের ধরা বা এই নারকীয় হত্যাকান্ডের কিনারা করা সম্ভব হলো না! আমরা হতাশ।”

thebengalpost.net
অভিনব সেই পোস্টার: