দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: অতিমারী পর্ব পেরিয়ে চার বছর পর নির্বাচন হল মেদিনীপুর জেলা আদালতে। বুধবার গভীর রাতে ফলাফলও প্রকাশিত হয়। নির্বাচনে পুনরায় জয়ী হয়েছেন আইনজীবী মৃণাল কান্তি চৌধুরী-দের প্যানেল। তাঁরা হারিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের লিগ্যাল সেলের সভাপতি গৌতম মল্লিক-দের। মৃণাল-ও শহর তৃণমূলের বর্ষীয়ান নেতা। ১৭ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরও। এখন কাউন্সিলর তাঁর মেয়ে নম্রতা চৌধুরী। তাঁদের প্যানেলে সম্পাদক (সেক্রেটারি) হিসেবে জয়ী হয়েছেন মৃণাল চৌধুরী স্বয়ং। ভোট পেয়েছেন ৩২০-টি। পরাজিত গৌতম মল্লিক ভোট পেয়েছেন মাত্র ১৫২-টি। সভাপতি (প্রেসিডেন্ট) হিসেবে পুনরায় জয়ী হয়েছেন মৃণাল’দের প্যানেলের অলক মন্ডল। ভোট পেয়েছেন ৩৩৬টি। গৌতম’দের প্যানেলের বর্ষীয়ান আইনজীবী তথা জেলা কংগ্রেস নেতা শান্তি কুমার দত্ত ভোট পেয়েছেন মাত্র ১৪৭-টি। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মৃণাল চৌধুরী’দের প্যানেলের দাশরথি নন্দ, আদিত্য ভকত ও পরিতোষ ঘোষ। সহ সম্পাদক বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী পদে জয়ী হয়েছেন অরিন্দম নন্দ, সুব্রত দাস ও কুশল মিশ্র।

thebengalpost.net
নির্বাচন হল মেদিনীপুর জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের:

এছাড়াও, ট্রেজারার পদে জয়ী হয়েছেন এম এম গালিব চৌধুরী। চারজনের ডিসিপ্লিনারি কমিটিতে জয়ী বংশীবদন গাঙ্গুলি, অনুপ মিশ্র, অসীম বেরা, শর্মিষ্ঠা দাস। অডিটর পদে জয়ী হয়েছেন মাখনলাল বারিক। রেজুলেশন কমিটিতে জয়ী অঙ্কুর কর্মকার এবং চারজনের বুক কমিটিতে জয়ী সৌম্যনাথ দে, রবীন্দ্রনাথ সিংহ, বাদল দাস ও রঞ্জন মাইতি। প্রসঙ্গত, ২০১৮ সালে শেষবার মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছিল। কিন্তু, পর পর দু’বছর করোনা‌ অতিমারীর প্রভাব থাকায় নির্বাচন হয়নি। ২০২৩ সালে মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের মোট ৯-টি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সব জয়ী প্রার্থীদের মধ্যে ২০ জনকে নিয়ে কমিটি গঠন করা হবে। নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সভাপতি দেবীদাস মহাপত্র জানিয়েছেন, “সুষ্ঠুভাবে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।” বলাই বাহুল্য, প্রতিটি প্যানেলেই শাসক দল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামফ্রন্ট ও বিজেপির আইনজীবীরা মিলেমিশে ছিলেন। জয়ী প্যানেলের মৃণাল চৌধুরী জানিয়েছেন, “ভোটের ফলে স্পষ্ট, আগের বোর্ডের কাজে আইনজীবীরা সন্তুষ্ট ছিলেন।”

BAR ASSOCIATION, MIDNAPORE (ELECTION RESULT)
PRESIDENT :-
(A)
1. Alak Mandal ( WIN ) – 336
(B)
2. Santi Kumar Dutta – 147
(C)
3. Mohanlal Kanungo – 034
VICE-PRESIDENT :-
(A)
1. Dasarathi Nanda ( WIN ) – 350
2. Aditya Bhakat ( WIN ) – 278
3. Paritosh Ghosh ( WIN ) – 279
(B)
4. Bidyut Kumar Singha – 230
5. Pradip Kumar Kar – 138
6. Swadesh Kumar Mandal – 194
SECRETARY :-
(A)
1. Mrinal Chowdhury ( WIN ) – 320
(B)
2. Goutam Mallick – 152
(C)
3. Naba Kumar Dandapat – 35
ASST. SECRETARY :-
(A)
1. Arindam Nanda ( WIN ) – 335
2. Subrata Das ( WIN ) – 334
3. Kusal Misra ( WIN ) – 281
(B)
4. Rupesh Ray – 231
5. Md. Sarif Molla – 136
6. Samir Kumar Roy – 168
TREASURER :-
(A)
1. M.M. Galib Chowdhury ( WIN ) – 303
(B)
2. Sanjeeb Roy – 196

DISCIPLINARY COMMITTEE :-
(A)
1. Banshi Badan Ganguli ( WIN )- 296
2. Anup Mishra ( WIN ) – 370
3. Ashim Bera ( WIN ) – 336
4. Sarmistha Das ( WIN ) – 299
(B)
5. Swapan Kumar Das Mal – 195
6. Tusar Kanti Dutta – 142
7. Santanu Das – 172
8. Sk Selim Hossain – 114
AUDITOR :-
(A)
1. Makhanlal Barik ( WIN ) – 309
(B)
2. Raj Kumar Saw – 199

RESOLUTION COMMITTEE :-
(A)
1. Parthasakha Das Mahapatra(WIN)-261
2. Ankur Karmakar ( WIN ) – 308
(B)
3. Ashoke Kumar Mandal – 209
4. Ardhendu Sekhar Pramanik – 196
BOOK COMMITTEE :-
(A)
1. Soumyanath Dey ( WIN ) – 333
2. Rabindranath Singha ( WIN ) – 324
3. Badal Das ( WIN ) – 318
4. Ranjan Maity ( WIN ) – 287
(B)
5. Subhasish De – 185
6. Paulomi Chatterjee – 146
7. T. Prameela – 205
8. Yesmin Sultana – 114

thebengalpost.net
মেদিনীপুর জর্জ কোর্ট (Midnapore Judge’s Court):