দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: কার্যত জনজোয়ারে ভেসেই মনোনয়ন জমা দিলেন শহর মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ তথা বিজেপি প্রার্থী শুভজিৎ রায় (বান্টি)। ‘দ্বন্দ্ব’ ভুলে শুভজিতের মনোনয়নের মিছিলেও যেন ঐক্যের সুর! একদিকে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্বরাও। ঘড়ি ধরে, পঞ্জিকা মেনে বিকেল ৩টা ৪২ মিনিটে মনোনয়নের কাগজে স্বাক্ষর করেন শুভজিৎ। মনোনয়নপত্র জমা দেন বিকেল ৩টা ৫০ মিনিটের মধ্যে! তার আগে হাসিমুখে সাংবাদিকদের জানালেনও, “আমরা সনাতনী হিন্দু। তাই, পাঁজি-পুঁথি এসব মেনে চলি। সেই নিয়ম মেনেই মনোনয়ন জমা করলাম।” তার আগে সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং বটতলাচকের কালী মন্দিরে পুজো দিয়ে ঈশ্বরের আশীর্বাদ নেন বিজেপি প্রার্থী। জেতার বিষয়েও আত্মবিশ্বাসী শুভজিৎ। বললেন, “জনজোয়ার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফল আমাদের অনুকূলেই যাবে। এটা উপনির্বাচন, তাই লড়াই কঠিন। কিন্তু, মানুষ আর জি কর কাণ্ড সহ নারী নির্যাতনের প্রতিবাদে এবং দুর্নীতি-অপশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। লোকসভা নির্বাচনে আমরা মাত্র ২১০০ ভোটে পিছিয়ে ছিলাম। এবার আমরা জেতার জন্য আরো বেশি লড়াই করছি। রাজ্য নেতৃত্বের সকলেই আমার পাশে আছেন। এই সিট আমরা জিতব।”
এই আসনের ইনচার্জ শুভেন্দু-ভ্রাতা সৌমেন্দু অধিকারী। সুসজ্জিত মিছিলের সামনের সারিতে হাঁটলেন তিনি। অপরদিকে, শুভজিতের হুডখোলা জিপের সামনের আসনে ‘সারথি’র মতোই বসেছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বলেন, “এই সরকার চারিদিক থেকে দুর্নীতি এবং অপকর্মের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। আর.জি.কর কান্ডের প্রতিবাদে সাধারণ মানুষ গত ২ মাস ধরে রাস্তায় আছেন। এবার বিজেপি-কেই তাঁরা ভোট দেবেন। লোকসভাতে আমরা শহর এলাকায় এগিয়ে ছিলাম। কিন্তু, গ্রামীণে একটু পিছিয়ে ছিলাম। আমাদের প্রার্থীকে গ্রামীণ এলাকায় আরও জোর দিতে বলব। আমরাও যাব।” অন্যদিকে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই বেলা ১টা-২টোর মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। তিনি এও জানিয়েছেন, “তার আগে সকাল সাড়ে ১১টা নাগাদ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে হাজার-হাজার কর্মী-সমর্থকদের নিয়ে সুসজ্জিত মিছিল করা হবে।” বিশ্বনাথ জানিয়েছেন, “মনোনয়নের মিছিল দেখেই আপনারা একটা আঁচ পেয়ে যাবেন, ব্যবধান কত হবে!”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…