দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: শনিবার (৩ জুন) দুপুর দুটো নাগাদ সরকারি ভাবে জানানো হয়েছে করমন্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের (করমন্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি) দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। বিভিন্ন হাসপাতালে ভর্তি প্রায় ৮০০ জন। তবে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হতেই সেই সংখ্যা হুহু করে বেড়েছে এবং রবিবার যে আরো বাড়বে তা বলাই বাহুল্য! পুলিশ, হাসপাতাল, দমকল সহ বিভিন্ন সূত্রে জানা গেছে এখনো বহু মৃতদেহ চিহ্নিত করা সম্ভব হয়নি। বহু আহত যাত্রীর খোঁজ পাননি তাঁদের পরিবার-পরিজনেরা। শনিবার সন্ধ্যার পর তেমনই এক পরিবারের খোঁজ পাওয়া গেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মালদার বোষ্টম নগর থেকে এক পরিবারের ৬ জন সদস্য কাজের সূত্রে করমন্ডল এক্সপ্রেসে চেপে রওনা দিয়েছিলেন চেন্নাইয়ের উদ্দেশ্যে। মাঝপথেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা! শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই পরিবারের ৫ জন সদস্যের খোঁজ পেয়েছেন আত্মীয়রা। কিন্তু, রাত্রি দশটা পর্যন্ত একজনের খোঁজ মেলেনি। বালেশ্বর থেকে কটক, ভদ্রক থেকে মেদিনীপুর কোথাও খোঁজ পাওয়া যায়নি সাধু চৌধুরী নামে বছর ষাটের ওই ব্যক্তির।

thebengalpost.net
নিখোঁজ সাধু চৌধুরী:

শনিবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে সাধু চৌধুরীর আত্মীয়রা জানালেন, “আমরা মোনা চৌধুরী, বাপি চৌধুরী, দীপঙ্কর মন্ডল এবং তপেশ চৌধুরীর খোঁজ পেয়েছি বালেশ্বর, ভদ্রক ও কটকের হাসপাতালে। নরেন চৌধুরী’র খোঁজ পেয়েছি এখানে অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে। কিন্তু, সাধু চৌধুরীর কোথাও খোঁজ পাচ্ছিনা!” তাঁরা সকলেই যে শ্রমিকের কাজের উদ্দেশ্যে চেন্নাই পাড়ি দিয়েছিলেন তাও জানিয়েছেন আত্মীয়রা।

এদিকে, শনিবার রাত অবধি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৭ বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সৌম্যশঙ্কর সারেঙ্গী। রাত্রি ১১টা নাগাদ শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৪ জনকে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯-টি এবং খড়্গপুর মহকুমা হাসপাতালে ৬-টি মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শনিবার রাত অবধি পাওয়া খবর অনুযায়ী, শতাব্দীর অন্যতম ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, চন্দ্রকোনার বিজয় মন্ডল এবং সন্ধিপুরের (গড়বেতা) প্রশান্ত সরকার-এর দেহ চিহ্নিত করা গেলেও, তৃতীয় ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি বলেই শনিবার রাত অবধি প্রশাসন সূত্রে জানা গেছে।

thebengalpost.net
মৃতদেহ ময়নাতদন্তের জন্য এলো মেদনীপুর মেডিকেল কলেজে: