দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: সরস্বতী পূজায় এ এক অন্য হাতে খড়ি! নিজের স্কুলে প্রতিমা পুজোয় হাতে খড়ি ছাত্রীর। পড়াশোনা শুরুর আগে শিশুরা যেমন সরস্বতী প্রতিমার সামনে হাতে খড়ি দেয়, সেই রকমই প্রতিমার সামনে বসে পূজা করার হাতে খড়ি হলো নবম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের (মাতকাতপুরের) দ্য রেনশাঁস ইন্টারন্যাশনাল স্কুল(The Renaissance International School)-র। ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তন্বী চক্রবর্তীর সোমবার, সরস্বতী পুজোর দিন প্রথমবারের জন্য পূজায় বসে। পৌরহিত্যের সুপ্ত বাসনা ছিল ওই ছাত্রীর। স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলেই জানায় তন্বী। তন্বীর ইচ্ছেকে গুরুত্ব দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
তন্বী জানায়, আগামী দিনে সে ইঞ্জিনিয়ার হতে চায়। পাশাপাশি ব্রাহ্মণ পরিবারের সন্তান তন্বীর প্রতিমা পূজাতেও ইচ্ছে রয়েছে বলে জানায়। সেই ইচ্ছের কথা স্কুল কর্তৃপক্ষ জানতে পেরেই তার ইচ্ছেকে গুরুত্ব দিয়ে স্কুলের সরস্বতী পুজোয় তার এই অভিনব ‘হাতেখড়ি’ করিয়ে দেওয়া হয় বলে জানান স্কুলের ডিরেক্টর আরণ্যক আচার্য। সব মিলিয়ে এবারের স্কুলের সরস্বতী পুজোয় এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলেও জানান তিনি।
তন্বী বলে, পুজোর মন্ত্রোচ্চারণ পরিবারের সদস্যদের কাছ থেকে শিখেছে সে। বাড়িতেও পুজো করে। তাই, প্রিয় স্কুলেও এবার সরস্বতী পুজোয় পৌরহিত্য করার কথা জানিয়েছিল সে। তাতে সাড়া দেন কর্তৃপক্ষ। স্কুলের পুরোহিতও অবশ্য উপস্থিত ছিলেন। তিনি সহযোগিতা করে দিয়েছেন। তন্বী বলে, “হোম থেকে শুরু করে অঞ্জলি ও পুজোর মন্ত্রপাঠ নিষ্ঠা ভরে করেছি।” আরণ্যক জানান, “পুজোর আগে ছাত্রছাত্রীদের নিয়ে মিটিং হয়। তখন তন্বীর মনের কথা জানতে পেরে তাকে সুযোগ দেওয়া হয়। বর্তমান সমাজে মহিলারা যে অন্যান্য সবকিছুর সাথেই পুজোর পৌরহিত্যেও পিছিয়ে নেই, সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।” তন্বীর মা সঞ্চারী বলেন, “স্কুলে যেতে পারলে ভালো লাগত। তবে, মেয়ে বাড়িতে পুজো অর্চনা করে। এদিনও বাড়িতে পুজো করেই স্কুলে গিয়েছিল।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: ২০০৮-র পর ২০২৫। ১৭ বছর পর প্রাথমিকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: পাত্রী নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। বয়স মাত্র…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: কথায় বলে, "যা নেই ভারতে (মহাভারতে), তা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: "সবাই বলছেন এরকম এক পবিত্র স্থানে বা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: মঙ্গলবার (২৮ জানুয়ারি)-ই কলকাতার SSKM হাসপাতাল থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভীমপুর এবিএম গার্লস…