দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: ৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর। বিচার পায়নি নির্যাতিতা (তিলোত্তমা কিংবা অভয়)। ঠিক এক মাসের মাথায় আগামীকাল (৯ সেপ্টেম্বর), সোমবার সুপ্রিম কোর্টের মহা শুনানির আগে ফের একবার বিচারের দাবিতে ‘গর্জন’ করে উঠল তিলোত্তমা কলকাতা থেকে সংগ্রামী মেদিনীপুর। আবারও ‘রাত দখল’ করতে পথে নেমেছেন আপামর দেশবাসী। বিচার চেয়ে আর বিচারের নামে প্রহসন বন্ধ করার দাবি জানিয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেদিনীপুর শহরের রাজপথে সুবিশাল এক মশাল মিছিল করল ভারতের জাতীয় কংগ্রেস। শহর মেদিনীপুরের জুগনুতলা থেকে ৩০০ মশাল নিয়ে এই মিছিলের সূচনা হয়। নারী-পুরুষ নির্বিশেষে আট থেকে আশি কয়েক শতাধিক মানুষ এই মিছিলে পা মেলান। যদিও, মহিলাদের উপস্থিতিই ছিল সর্বাধিক। ‘কালো গেঞ্জি’-তে সাদা কালিতে “আর কবে” লিখে মিছিলে পা মেলালেন একদল যুবকও। মিছিল থেকে স্লোগান উঠল, “নাটক ছেড়ে বিচার কর, নেংটি ছেড়ে ধেড়ে ধর!” কিংবা, “সন্দীপ ঘোষের গালে গালে, জুতো মার তালে তালে!” অন্যান্য বিরোধী দলগুলির মতোই জাতীয় কংগ্রেসের কর্মীরাও এদিন স্লোগান তোলেন, “দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ!”

thebengalpost.net
মেদিনীপুর শহরের রাজপথে:

thebengalpost.net
“আর কবে”?

প্রায় কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে এদিন রাত্রি ৮টা নাগাদ সুসজ্জিত এই মশাল মিছিল পৌঁছয় গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুল বলেন, ” আমার কুড়ি বছরের রাজনীতিতে সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমি দেখিনি। একটা সময় মনে হচ্ছিল বাংলার মানুষের মেরুদন্ডটা আর সোজা নেই। এই প্রতিবাদ দেখে মনে হচ্ছে সেই মেরুদন্ড আবার সোজা হয়ে গেছে। আমরা জাতীয় কংগ্রেস স্বাধীনতার সময়েও দেশের জন্য লড়াই করেছি। আজ বাংলার আকাশে যখন কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে, তখনও আমরা ফের পথে নেমেছি। কেন্দ্র-রাজ্যের অশুভ আঁতাতের জন্যই আজ বিচারের নামে প্রহসন চলছে। আমাদের দাবি, প্রহসন বন্ধ হোক, নির্যাতিতা বিচার পাক। একই সঙ্গে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।”

thebengalpost.net
গান্ধী মূর্তির পাদদেশে: