Midnapore

Midnapore: ‘আড়াল’ করছিল বিজ্ঞাপন, মেদিনীপুর কলেজ স্কোয়ারের শহীদ মূর্তি ঘিরে থাকা দুষ্প্রাপ্য গাছ কাটতে হাত কাঁপলনা দুষ্কৃতীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: আড়াল করে দিচ্ছিল বিজ্ঞাপন! এই অপরাধেই কি মেদিনীপুর কলেজ স্কোয়ারের শহীদ মূর্তি ঘিরে থাকা দুষ্প্রাপ্য গাছ কাটতে হাত ‘কাঁপলনা’ বিজ্ঞাপনদাতা সংস্থার ভাড়াটে দুষ্কৃতীদের? শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জেলা শহর মেদিনীপুরের ঘটনায় উঠছে তেমনই প্রশ্ন! প্রসঙ্গত, জেলা শহর মেদিনীপুরের কলেজ কলেজিয়েট মাঠের সামনে তথা কলেজ স্কোয়ার হিসেবে পরিচিত এলাকায় মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি স্থাপন সহ সৌন্দর্যায়নের কাজ করা হয়েছিল মেদিনীপুর পৌরসভার উদ্যোগে। নানা বাহারি ও বহুমূল্য গাছপালা এবং আলোকসজ্জার মধ্য দিয়ে কয়েক লক্ষ টাকা ব্যায়ে ওই এলাকায় ‘সৌন্দর্যায়ন’ করা হয়েছিল। এর মধ্যে পাহাড়ি পাম, বিদেশি ঝাউ- এর মতো কিছু দুষ্প্রাপ্য গাছপালাও ছিল। বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার ভোর রাতে একদল দুষ্কৃতী সেই সৌন্দর্যায়ন তছনছ করে, প্রায় ১৪-১৫ টি দুষ্প্রাপ্য গাছ করাত দিয়ে কেটে দেয়। ন্যক্কারজনক এই কাজ ঘিরেই শিক্ষা, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেদিনীপুর শহরে নিন্দার ঝড় উঠেছে!

১৪-১৫টি গাছ কাটা হয়েছে:

দুষ্কৃতী তথা পাষন্ডদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছে পৌরসভা। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। অন্যদিকে, রাতের অন্ধকারে এই ধরনের ঘৃণ্য ও নিন্দনীয় কাজ যারা করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন শহরের সচেতন নাগরিকরা। প্রাথমিকভাবে জানা গেছে, ওই এলাকায় বিজ্ঞাপন দেওয়া সঙ্কীর্ণমণা ও স্বার্থপর ব্যবসায়ীদের তরফেই এই কাজ করানো হয়েছে ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে! বাহারি ও দুষ্প্রাপ্য ওই সমস্ত গাছপালাগুলি তাদের ‘বিজ্ঞাপন’ ঢেকে দিচ্ছিল; এই অপরাধেই নাকি সবুজ-সৌন্দর্যায়নের বলি দেওয়া হয়েছে! এমনটাই দাবি পৌর কর্তৃপক্ষের।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে মেদিনীপুর পৌরসভার তরফে। শুধু তাই নয় মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের উল্টোদিকের ওই সৌন্দর্যায়িত এলাকা থেকে সমস্ত বিজ্ঞাপনের হোর্ডিং খুলে ফেলা হয়েছে! একইসঙ্গে পৌরপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন, ‘ভারতমাতা’র বীরসন্তান তথা মনীষী ও স্বাধীনতার সংগ্রামীদের মূর্তির আশেপাশে আর কোন বিজ্ঞাপন বা হোর্ডিং লাগাতে দেওয়া হবে না মেদিনীপুর শহরে। পৌরসভার এই সিদ্ধান্তকে শহরবাসী স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে কোতোয়ালি থানার কাছে তাঁদের আবেদন, কোনভাবেই যেন এই তদন্ত ধামাচাপা না পড়ে! প্রকৃত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন দলমত নির্বিশেষে শহরের সামাজিক ও রাজনৈতিক মহলও।

মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের উল্টোদিকের সৌন্দর্যায়ন তছনছ দুষ্কৃতীদের:

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

10 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

13 hours ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

22 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

3 days ago