Midnapore

Midnapore: জেলা বিচারকের তৎপরতায় ফর্ম জমা দেওয়ার ঠিক আগের দিনই সার্টিফিকেট পেলেন মেদিনীপুরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: আর্থিকভাবে পিছিয়ে পড়া (অর্থনৈতিক অনগ্রসর শ্রেণী) বা EWS (ইকোনমিক্যালি উইকার সেকশনস/ Economically Weaker Sections) সার্টিফিকেটের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে হন্যে হয়ে ঘোরার পর, অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরীক্ষার ফর্ম জমা দেওয়ার ঠিক একদিন আগে সেই সার্টিফিকেট হাতে পেলেন এক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী। প্রসঙ্গত, জেলা শহর মেদিনীপুরের ১৫ নম্বর ওয়ার্ডের সুজাগঞ্জ এলাকার বাসিন্দা প্রয়াত শ্যামল ভক্তার ছেলে বিতান ভক্তা জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2023) পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে EWS (ইকোনমিক্যালি উইকার সেকশনস) সার্টিফিকেট থাকলে ১০ শতাংশ সংরক্ষণের আওতায় আসা যায়। এছাড়াও, বিভিন্ন সুযোগ-সুবিধা মেলে। তাই, বেশ কিছুদিন আগে বিডিও অফিসে (BDO Office) সেই সার্টিফিকেটের জন্য আবেদন করে বিতানের পরিবার। কিন্তু, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সার্টিফিকেট পাননি তাঁরা। শেষমেশ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারস্থ হয় বিতানের পরিবার।

জেলা বিচারকের তৎপরতায় সার্টিফিকেট তুলে দেওয়া হল বিতানের মা এর হাতে:

বিষয়টি জানতে পেরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক তথা জেলা বিচারক দিব্যেন্দু নাথ নিজেই উদ্যোগী হন এই সার্টিফিকেট পাইয়ে দেওয়ার বিষয়ে। তিনি বিষয়টি পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়াকে জানান। এরপরই, দ্রুততার সঙ্গে সঙ্গে ওই ছাত্রের EWS সার্টিফিকেট পাওয়ার বিষয়ে প্রসাশনের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন অতিরিক্ত জেলাশাসক। অবশেষে, মঙ্গলবার ওই ছাত্র EWS সার্টিফিকেট হাতে পান। আজ, বুধবার, ফর্ম জমা দেওয়ার পর মেদিনীপুর জেলা আদালতে গিয়ে জেলা বিচারকের প্রতি ওই পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন বলে জানান বিচারক দিব্যেন্দু নাথ। প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই (12 January) জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE Main 2023) আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন। স্বভাবতই, তার ঠিক আগেই হাতে সার্টিফিকেট পেয়ে খুশি বিতানের পরিবার। তাঁরা জেলা বিচারক সহ আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং অতিরিক্ত জেলাশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশও করেছেন।

সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতায় সার্টিফিকেট পেল পরিবার :

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

1 day ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

1 day ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

2 days ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

4 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

4 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

4 days ago