দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: বাজারের মধ্যে না বসে ব্যস্ততম রাস্তার দুই পাশে সবজি ব্যবসায়ীরা! বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে পৌরপ্রধান সৌমেন খানের নেতৃত্বে মেদিনীপুর শহরের কোতোয়ালী থানা এবং পৌরসভা সংলগ্ন রাস্তায় বড়সড় অভিযান চালানো হল পৌরসভার তরফে। ব্যবসায়ীদের সবজির ঝুড়ি তুলে নিয়ে চলে গেলেন পৌরসভার আধিকারিকরা। ঘটনা ঘিরে বৃহস্পতিবার ভর দুপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মেদিনীপুর পৌরসভা সংলগ্ন কোতোয়ালী বাজারের সামনের রাস্তায়। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা ১৪-১৫ বছর ধরে এই জায়গায় ব্যবসা করছেন। কোনোদিন কিছু বলা হয়নি। আজ হঠাৎ করেই কোনও সময় না দিয়ে, পৌরসভার আধিকারিকরা জোর করে সবজির ঝুড়ি নিয়ে চলে যায়। অপরদিকে, পৌরসভার আধিকারিকরা বলেন, “একাধিকবার বলা হয়েছে, এই রাস্তার উপর না বসে বাজারের মধ্যে বসার জন্য। ওঁরা শোনেননি! তাই আজ ফের পৌরপ্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। আশা করছি কাল থেকে ওঁরা বাজারের মধ্যেই বসবেন।”

thebengalpost.net
সবজির ঝুড়ি নিয়ে যাচ্ছেন পৌর কর্মীরা:

এই বিষয়ে পৌরপ্রধান সৌমেন খান বলেন, “গোটা কোতোয়ালী বাজার ফাঁকা পড়ে রয়েছে। বাজারে না বসে, বাজারের সামনে ব্যস্ততম রাস্তার উপর দিনের পর দিন বসে ব্যবসা করছে! ফলে, গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এই রাস্তার পাশেই একাধিক স্কুল, ব্যাংক, থানা, এবং পৌরসভা। বারবার পৌরসভার তরফে বলার পরেও ভ্রুক্ষেপ করেননি ওই ব্যবসায়ীরা! এর আগেও অভিযান চালানো হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে। তাতেও কাজ হয়নি। আজ তাই বাধ্য হয়েই পদক্ষেপ নিতে হয়েছে।” অন্যদিকে, মেদিনীপুর শহরের কেরানীটোলা এলাকায় মহানালার (দ্বারিবাঁধ খালের) উপরে এক ব্যক্তি স্থায়ী প্রাচীর গড়ে তুলছেন বলে বৃহস্পতিবার দুপুরে খবর পৌঁছয় মেদিনীপুর পৌরসভাতে। দ্রুত দলবল নিয়ে পৌঁছে যান পৌরপ্রধান সৌমেন খান। ওই ব্যক্তি এই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি! এরপরই ভেঙে ফেলা হয় ওই অবৈধ নির্মাণ। এই বিষয়ে পৌরসভার তরফে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয় এদিন।

thebengalpost.net
ভাঙা চলছে সেই নির্মাণ: