দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মে:মেদিনীপুর পৌরসভার উদ্যোগে সম্প্রতি (২০২২ এর শুরুতেই) কংসাবতী নদীর তীরে গান্ধী ঘাটে সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। তৈরি করা হয়েছে ‘আই লাভ মেদিনীপুর’ (I Love Midnapore) নামাঙ্কিত ‘সেলফি জোন’। আপামর মেদিনীপুরবাসী এখন প্রতিদিন সকাল-বিকেল ভিড় জমাচ্ছেন সেখানে। এবার, সেই সেলফি জোনেই মুগ্ধ হলেন, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সম্প্রতি (১৮ মে), গান্ধী ঘাটের ওই সেলফি জোনে গিয়ে মেদিনীপুরের সাংসদ দেদার ছবি তুললেন, নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে। ‌ শুধু তাই নয় সেই ছবি ফেসবুকে পোস্ট-ও করা হলো। এমনকি, তাঁর অনুগামী তথা ঘনিষ্ঠদের সাংসদ জানিয়েছেন, এই এলাকা অত্যন্ত সুন্দর ভাবে সাজিয়েছে মেদিনীপুর পৌরসভা। আর, এই খবর পাওয়ার পরই আপ্লুত হলেন, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ সমস্ত কাউন্সিলররা। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান জানিয়েছেন, “সাংসদ দিলীপ বাবু যেভাবে এই সৌন্দর্যায়নের প্রশংসা করেছেন তাতে আমরা আপ্লুত!”

thebengalpost.net
সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান:

প্রসঙ্গত, মেদিনীপুর পৌরসভা তৃণমূল পরিচালিত। পৌরসভায় একজনও বিজেপির কাউন্সিলর নেই। তা সত্ত্বেও, বিজেপি সাংসদ যেভাবে পৌরসভার কাজের প্রশংসা করেছেন তাতেই মুগ্ধ পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা। শুক্রবার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সহযোগিতায়, প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভা নদী তীরবর্তী এই গান্ধীঘাটে সৌন্দর্যায়নের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন করেছে। এই কাজে যে মেদিনীপুরের সাংসদ খুশি হয়েছেন এবং প্রশংসা করেছেন, তা সত্যিই আমাদের উদ্বুদ্ধ করেছে। এভাবেই আমরা ভাল কাজ এগিয়ে নিয়ে যেতে চাই।” তিনি এও জানিয়েছেন, “১৮ মে মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর সভা থাকায়, আমরা তা নিয়েই ব্যস্ত ছিলাম। নাহলে আমরা সাংসদকে পৌরসভার পক্ষ থেকে অভিনন্দিত করতাম।” এনিয়ে বিজেপি’র জেলা সহ-সভাপতি অরূপ দাস জানিয়েছেন, “বিজেপি কিংবা বিজেপির সাংসদরা ভালো কাজের বা গঠনমূলক কাজের প্রশংসা করতে জানে। তবে বিষয়টা আরো ভালো হতো যদি, এই সেলফি জোন উদ্বোধনের দিন মেদিনীপুরের সাংসদও আমন্ত্রিত হতেন!”

thebengalpost.net
অনুগামীদের নিয়ে গান্ধী ঘাটের সেলফি জোনে ছবি তুললেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ: