Midnapore

Midnapore: “দু’টো সন্তানকে মানুষ করব কি করে?” প্রশ্ন রেখেই মেদিনীপুর মেডিক্যাল থেকে বাড়ি ফিরলেন মামনির স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: বুধবার (৮ জানুয়ারি) রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ‘মাতৃমা’ বিভাগে সিজারের পরই একে একে অসুস্থ হয়ে পড়ে ৫ প্রসূতি। ৪ জনকে ভর্তি করা হয় CCU-তে। ভেন্টিলেশন সাপোর্টে রেখেও শেষ রক্ষা হয়নি! শুক্রবার ভোরে মৃত্যু হয় মামনি রুইদাস (২২)-র। মেদিনীপুর মেডিক্যাল থেকে পিজি (SSKM)-তে স্থানান্তরিত হলেও, এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নাসরিন খাতুন, মাম্পি সিংহ এবং মনোয়ারা বিবি। তবে, মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন রেখা সাউ অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তাঁর স্বামী সন্তোষ সাউ জানিয়েছেন, “বাইরে থেকে স্যালাইন কিনে এনে দিয়েছিলাম বলেই, সুস্থ আছে ও (রেখা)!” রেখার সদ্যজাত পুত্রসন্তান অবশ্য ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে। অন্যদিকে, শুক্রবারই (১০ জানুয়ারি) বাড়ি পাঠিয়ে দেওয়া হয় মামনি, নাসরিন, মাম্পি, মীনায়ারা-র সন্তানদের। এর মধ্যেই সোমবার ১৩ জানুয়ারি) ফের অসুস্থ হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হয় মৃত মামনি’র সদ্যজাত পুত্রসন্তান অনুপ।

বাড়ি ফিরছেন মামনি-র সন্তান:

বিজ্ঞাপন (Advertisement):

সোমবার থেকে মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগের NICU-তে রেখে চিকিৎসা চলে ছোট্ট অনুপের। বুধবার বিকেলে সুস্থ হয়ে বাবা ও পিসির সঙ্গে বাড়ি ফেরে অনুপ। গাড়িতে ওঠার আগে দেবাশিসের প্রশ্ন, “সুস্থ আছে বলে ডাক্তারবাবুরা ছেড়ে দিলেন। এখন চিন্তা কিভাবে মানুষ করব আমার দুই শিশু সন্তানকে! সরকার যদি না সাহায্যের হাত বাড়িয়ে দেয় মুশকিল। আমি মাত্র ১৫০ টাকাতে দিনমজুরি করি!” প্রসঙ্গত, মামনি-দেবাশিসের ৪ বছরের এক কন্যাসন্তান (অনু)-ও আছ। দুই শিশু এভাবে মাতৃহারা হওয়ায় মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারের! দেবাশিস বলেন, “ছেলেটি জন্মের পর থেকেই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত। প্যাকেট দুধ খাচ্ছে। সেজন্যই হয়তো বারাবার অসুস্থ হয়ে পড়ছে। জন্ডিস দেখা দিচ্ছে!” বিকল্প কিছু ভেবেছেন কি? দেবাশিস বলেন, “পাশপাশি বাড়িতেই আমার এক ভাগ্নি আছে। ওর ৭ মাসের সন্তান। ও বলেছে কাঁদলেই নিয়ে আসতে। এবার তাই করব!” বুধবার বিকেলে দেবাশিসের বাড়িতে গিয়ে বেবি ফুড ও শীতের পোশাক-আশাক দিয়ে এসেছেন মহকুমাশাসক মধুমিতা মুখার্জি, গড়বেতা-৩ নং ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য সহ আধিকারিকেরা। ছোট্ট অনুপের ঠাকুমা কল্পনা রুইদাস জানান, “কিছু খাবার-দাবার এবং পোশাক-আশাক প্রভৃতি দিয়ে গেছেন। প্রতিবেশীরাও সাহায্য করছেন। বিভিন্ন লোকজন আসছেন সাহায্য করতে। কিন্তু, ওর মায়ের অভাব কি আর পূরণ করা সম্ভব!”

আয়া দৌরাত্ম্যের অভিযোগ দুই পরিবারের:

বুধবার বামেদের চিকিৎসক সংগঠনের তরফে শিশু রোগ বিশেষজ্ঞ ডঃ বি.বি মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল আবার গিয়েছিলেন নাসরিন খাতুন, মাম্পি সিং ও মীনায়ারা বিবি’র বাড়িতে। পিজি হাসপাতালের ভেন্টিলেশনে তাঁদের তিনজনকে নিয়েই চলছে যমে-মানুষে টানাটানি! সুস্থ থাকলেও, প্রথম দিন থেকেই লড়াই করে মানুষ হতে হচ্ছে তাদের সন্তানদেরও। তিনজনেরই হতদরিদ্র, দিন আনা দিন খাওয়া পরিবার। ডঃ বি.বি মণ্ডল বলেন, “আমারা কেশপুর ব্লকে নাসরিন ও মীনায়ারা-র পরিবার এবং শালবনী ব্লকে মাম্পির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সদ্যজাত শিশুদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছি। পরিবারগুলি খুবই দরিদ্র। প্যাকেট দুধ কেনারও সামর্থ্য নেই!” সরকারের তরফে এখনও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশও করেছেন তাঁরা।

শালবনীতে মাম্পি সিংয়ের বাড়িতে শিশু চিকিৎসক:

অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন কাণ্ড ঘিরে এমনিতেই উত্তাল গোটা রাজ্য। মৃত্যু হয়েছে এক প্রসূতির, কলকাতার SSKM হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও ৩ জন। মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অপর ১ জন। আর এর মধ্যেই উঠে এলো নতুন অভিযোগ। বুধবার বিকেলে মৃত মামনি রুইদাসের পরিবার এবং চিকিৎসাধীন রেখা সাউয়ের পরিবারের তরফে হাসপাতালে আয়া দৌরাত্ম্যের অভিযোগ করা হয়। প্রতি পদে পদে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ এই দুই পরিবারের। সিজারের হওয়ার আগে পোশাক পরিবর্তনের জন্য ১০০ টাকা, সিজার হওয়ার পর বেডে ওঠানোর জন্য ৫০০ টাকা, লিফটে ওঠানোর জন্য ৫০টাকা, আবার বাচ্চার দেখভালের জন্য ১০০০ থেকে ২০০০টাকা চাওয়া হয় বলে অভিযোগ মৃত মামনি রুইদাস এবং চিকিৎসাধীন রেখা সাউয়ের পরিবারের তরফে।

সিআইডি নথি নিয়ে গেল মেদিনীপুর মেডিক্যাল থেকে:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Vidyasagar University: ইস্ট জোন ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যালে যুগান্তকারী সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: গত ৮ থেকে ১২ জানুয়ারি কলকাতার সিস্টার…

1 day ago

Midnapore: মেদিনীপুর-খড়্গপুরের সোনার দোকানে জেলা পুলিশের ‘সুরক্ষা কবচ’! কিভাবে কাজ করবে, জেনে নিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: সোনার দোকানে চুরি-ডাকাতি রুখে দিতে অভিনব উদ্যোগ…

1 day ago

Midnapore: জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের মেদিনীপুর মেডিক্যালের সাসপেন্ডেড চিকিৎসকদের বিরুদ্ধে! স্যালাইনকেই দুষছেন জুনিয়ররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ জানুয়ারি: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যু তথা চিকিৎসায় গাফিলতির…

2 days ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে FIR কোতোয়ালী থানায়! ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি (মামনি রুইদাস) মৃত্যু…

4 days ago

Midnapore: স্যালাইন কাণ্ডে চির ঘুমের দেশে রেখার সাত দিনের সন্তান; সুপার সহ মেদিনীপুর মেডিক্যালের ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করল রাজ্য সরকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: শেষ রক্ষা হলো না! মৃত্যু হল মেদিনীপুর…

4 days ago

Midnapore: প্রসূতি মৃত্যু কাণ্ডে মেদিনীপুর মেডিক্যালে CID-র টিম! জিজ্ঞাসাবাদ জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: বুধবার (৮ জানুয়ারি) রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের…

6 days ago