Midnapore

Midnapore: মেদিনীপুরে জেলা কমিটির বৈঠকে আরও কাছাকাছি জুন-সুজয়! ‘লোকসভা বড় বালাই’, বলছেন অনুগামীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দলে মমতা-অভিষেক বা প্রবীণ-নবীন ‘দ্বন্দ্ব’ নিয়ে নানা জল্পনা ছড়াচ্ছে দলের অন্দরেই। আর এ সবের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের ‘নবীন’ প্রজন্মের দুই ‘জনপ্রিয়’ নেতা (বা, নেত্রী) বিধায়ক জুন মালিয়া ও জেলা সভাপতি সুজয় হাজরা-র সম্পর্ক ক্রমেই ‘শীতল’ থেকে ‘উষ্ণ’ হওয়ার পথে! পরস্পরের ‘মুখ-দেখাদেখি’ বন্ধ থেকে পরস্পরের ‘কাছাকাছি’। তবে কি নভেম্বরের ‘শীতে’ নিছকই দলীয় ‘নির্দেশ’-কে প্রাধান্য দেওয়া, নাকি ‘লোকসভা বড় বালাই’…? রবিবার মেদিনীপুর শহরের নান্নুরচকে জেলা তৃণমূলের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কমিটির রুটিন-মিটিংয়ে দু’জনকে আবারও ‘কাছাকাছি’ এবং ‘হাসিমুখে’ দেখে সেই জল্পনাই আরও তীব্র হল!

পাশাপাশি জুন মালিয়া, সুজয় হাজরা:

এদিনের বৈঠকে জেলা সভাপতি সুজয় হাজরা, চেয়ারম্যান দীনেন রায় ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, জেলা সভাধিপতি প্রতিভা মাইতি, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ প্রমুখ। যদিও অনুপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান এবং নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। তবে, লোকসভা নির্বাচনের আগে জুন ও সুজয়-কে এদিন বেশ কাছাকাছিই (বা, পাশাপাশি) দেখা গেল! তবে কি তাঁদের ‘শীতল’ সম্পর্ক ক্রমেই ‘উষ্ণ’ হচ্ছে? এনিয়ে, দু’জনই অবশ্য ‘বিতর্কিত মন্তব্য’ এড়িয়ে গিয়েছেন। তাঁরা জানিয়েছেন, দলের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। লোকসভা নির্বাচনের আগে, দল যাতে আরো শক্তিশালী হয়, সেটাই সকলের উদ্দেশ্য। যদিও, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দ্বন্দ্ব’ মেটানোর নির্দেশ এবং অভিষেক-সৌজন্যে দলে সুজয়ের ‘গুরুত্ব’ বাড়ার পর থেকে একাধিক দলীয় কর্মসূচিতে জুন ও সুজয়কে কাছাকাছি দেখা গেছে। পরস্পরের প্রতি ‘সৌজন্য’ও ধরা পড়েছে দু’জনের বক্তব্যে।

তবে, দলীয় বিভিন্ন সূত্র এবং পরামর্শদাতা এজেন্সি-র কিছু সূত্রে জানা গেছে, বিষয়টা এতোটাও ‘সহজ’ নয়! এর পেছনে নাকি লোকসভা নির্বাচনের ‘বড়-অঙ্ক’ কাজ করছে। বিভিন্ন বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, মেদিনীপুর লোকসভা আসনে বিজেপি-র দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূলের যে ক’জন প্রার্থী হওয়ার দৌড়ে আছেন, তাঁদের মধ্যে নাকি অন্যতম মেদনীপুরের বিধায়ক জুন মালিয়া এবং তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। আর দু’জনই নাকি বুঝে গেছেন, পরস্পরের ‘সহযোগিতা’ ছাড়া এই আসনে জেতা ‘সহজ’ হবেনা। যদিও, তৃণমূলের অন্য একটি সূত্র বলছে, হয়তো দু’জনের কেউই প্রার্থী হবেন না; তবে যিনি প্রার্থী হবেন তাঁকে জেতাতে দু’জনকেই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে নিজেদের ‘পদ’ (‘২৬-এ বিধায়কের প্রার্থী-পদ কিংবা ‘২৬ পর্যন্ত জেলা সভাপতির পদ) ভবিষ্যতেও ‘নিরাপদ’ রাখতে!

জেলা কমিটির বৈঠকে :

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

18 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

20 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago