দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: একসময় তৃণমূলেই ছিলেন। ২০২২-র পৌর নির্বাচনে মেদিনীপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের প্রার্থীও করা হয়েছিল তাঁকে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অবশ্য বাদ গিয়েছিল অর্পিতা রায় নায়েকের নাম। তাঁর পরিবর্তে প্রার্থী হয়েছিলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ঘনিষ্ঠ সঙ্ঘমিত্রা পাল। এরপরই, দলের বিরুদ্ধে গিয়ে ‘নির্দল’ প্রার্থী হয়েছিলেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল নেতা বিশ্বেশ্বর নায়েকের স্ত্রী অর্পিতা। ফলস্বরূপ বিশ্বেশ্বর ও অর্পিতা-কে ‘অনির্দিষ্টকালের জন্য’ বহিষ্কার করেছিল জেলা তৃণমূল। তারপরও অবশ্য অর্পিতা-ই জয়ী হয়েছিলেন। তৃণমূলের সঙ্ঘমিত্রা-কে হারিয়ে হয়েছিলেন ১৪ নং ওয়ার্ডের নির্দল কাউন্সিলর। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সেই অর্পিতা আর বিশ্বেশ্বরের হাতে ফের উঠল তৃণমূলের পতাকা! রাজ্য নেতৃত্বের ‘অনুমোদন’ নিয়ে মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া-ই তাঁদের হাতে পতাকা তুলে দেন। সঙ্গে ছিলেন মেদিনীপুরের পৌরপ্রধান সৌমেন খান, রাজ্য সম্পাদক আশীষ চক্রবর্তী প্রমুখ।
দলে ফিরেই ‘নির্দল’ অর্পিতা অবশ্য ক্যামেরার সামনে বলেই ফেললেন, “আমি তো তৃণমূলেই ছিলাম। মন থেকে! পার্টির সঙ্গেই ছিলাম। অফিসিয়ালি আজকে যোগদান করলাম!” ‘যোগদান করলেন কেন?’ প্রশ্নের উত্তরে অর্পিতা বললেন, “সেটা দিদি (জুন দি) আর মাননীয় পৌরপিতা (সৌমেন খান) বলতে পারবেন!” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এদিন নান্নুরচকে অবস্থিত মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে এই যোগদান হলেও সেখানে উপস্থিত ছিলেন না দলের জেলা সভাপতি সুজয় হাজরা। বলাই বাহুল্য, সুজয় ঘনিষ্ঠ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডবও এদিন ছিলেন না! তাঁর সঙ্গে এদিন ফোনেও যোগাযোগ করা যায়নি। তবে, সন্ধ্যা নাগাদ জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা ফোনে জানিয়েছেন, “আপনারা জানেন বিকেল প্রায় সাড়ে ৪টা-৫টা নাগাদ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হয়েছে। আমি এখনও সব কাজ গুছিয়ে বেলদা থেকে বাড়ি ফিরতেই পারিনি! তবে, দলের তথা শীর্ষ নেতৃত্বের অনুমোদন বা অনুমতি নিয়েই অর্পিতা রায় নায়েক ও বিশ্বেশ্বর নায়েক-কে যোগদান করানো হয়েছে। দলের সিদ্ধান্ত না মানার কারণে, শীর্ষ নেতৃত্বের নির্দেশেই একসময় তাঁদের বহিষ্কার করা হয়েছিল।”
অপরদিকে, লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মেদিনীপুরের বিধায়ক তথা দলের প্রার্থী জুন মালিয়া এদিন মেদিনীপুর শহরের কোর কমিটি, প্রচার কমিটি ও অ্যাডভাইসারি কমিটি গড়ে দিয়েছেন। মেদিনীপুর শহরের এই ‘কোর কমিটি’র আহ্বায়ক বা কনভেনর করা হয়েছে মেদিনীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌরভ বসু (ওরফে বিপ্লব বসু)-কে। শহরের রাজনীতিতে তিনি জুন-সৌমেন ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। অন্যদিকে, এই কোর কমিটিতে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ভাইস চেয়ারম্যান অনিমা সাহা সহ তৃণমূলের সকল কাউন্সিলরদেরই (মোট ২০ জন) ‘সদস্য’ হিসেবে রাখা হয়েছে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্পিতাকেও এই কোর কমিটিতে রাখা হবে বলে জুন মালিয়া জানিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব-ও একজন কাউন্সিলর হিসেবেই এই কোর কমিটিতে ‘জায়গা‘ পেয়েছেন! জায়গা পেয়েছেন মেদিনীপুর পৌরসভার ‘বিদ্রোহী‘ অন্যান্য তৃণমূল কাউন্সিলররাও!