Midnapore

Midnapore: মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী, কলেজ মাঠের দখল নিল পুলিশ! ঢিল ছোঁড়া দূরত্বে ‘অভিনব’ কায়দায় লক্ষাধিক টাকার গয়না ছিনতাই ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: পুলিশের নাম করে শহর মেদিনীপুরে ‘অভিনব ছিনতাই’! দিনে দুপুরে লক্ষাধিক টাকার গয়না খোয়ালেন বৃদ্ধা। উল্লেখ্য যে, আগামী মঙ্গলবার (৫ মার্চ) প্রশাসনিক সভা করতে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট মাঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা ঘিরে শহর জুড়ে শুরু হয়েছে পুলিশের কড়া নজরদারি! ইতিমধ্যে, কলেজ কলেজিয়েট মাঠের দখল নিয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। অস্থায়ী হেলিপ্যাড তৈরী করে, চলছে হেলিকপ্টারের মহড়া। আর সেই কলেজ কলেজিয়েট মাঠ থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই ভরদুপুরে অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল! জানা যায়, শনিবার দুপুর ১টা নাগাদ মেদিনীপুর শহরের কর্মচারী ভবন সংলগ্ন এলাকায় এক বৃদ্ধা-কে ‘পুলিশ’ পরিচয় দিয়ে প্রায় লক্ষাধিক টাকার গয়না ছিনিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা! মেদিনীপুর শহরের হাতারমাঠ এলাকার বাসিন্দা নমিতা বেরা নামে ষাটোর্ধ্ব ওই বিধবা মহিলার কাছ থেকে ১টি বালা, ১ টি নোয়া এবং ১টি আংটি সহ প্রায় ১৯ গ্রাম ওজনের গহনা নিয়ে তিন দুষ্কৃতী বাইকে করে চম্পট দেয় এলাকা থেকে। এরপরই ওই মহিলা কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে।

নমিতা বেরা:

জানা যায়, শনিবার বেলা ১টা নাগাদ ষাটোর্ধ্ব ওই মহিলা শহরের এলআইসি মোড়ে অবস্থিত এস.বি.আই মেন ব্রাঞ্চ থেকে টাকা তুলে হেঁটে হেঁটে তাঁর বাড়ি (হাতারমাঠের দিকে) ফিরছিলেন। কর্মচারী ভবনের কাছাকাছি পৌঁছতেই ঠিক উল্টোদিকে বৃদ্ধার জন্য ‘অপেক্ষা করে থাকা’ তিন দুষ্কৃতীর মধ্যে একজন গিয়ে বৃদ্ধাকে উল্টোদিকের গলিতে (কলেজিয়েট গার্লস স্কুলের গলিতে) ‘পুলিশ’ পরিচয় দিয়ে ডেকে আনেন। তারপর তাঁকে বলেন, “আমরা পুলিশের লোক। এত গয়না পরে যাচ্ছেন কেন? শহরে প্রচুর ছিনতাই হচ্ছে, গয়নাগুলো খুলুন, আমরা কাগজে মুড়ে দিচ্ছি।” সহজ-সরল ওই বৃদ্ধা নিজের সোনার গয়নাগুলো খুলে তাদের হাতে দিলে, যথারীতি আগে থেকে প্যাকেট করে রাখা কিছু নকল গয়না বৃদ্ধার হাতে ধরিয়ে দেয় ওই দুষ্কৃতীরা। চোখের নিমেষে এই ঘটনা ঘটায়, বৃদ্ধা কিছুই বুঝে উঠতে পারেননি। তবে, বাড়ি গিয়েই তাঁর চক্ষু চড়ক গাছ হয়! প্যাকেট খুলে দেখেন সবই নকল গয়না! এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে। জানা গেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে চলছে হেলিকপ্টারের মহড়া:

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

7 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

10 hours ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

19 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

3 days ago