Midnapore

Midnapore: হারিয়ে যাওয়া পোস্টকার্ডে আমন্ত্রণ, সাত ঘন্টার অনুষ্ঠানেও নানা অভিনবত্ব! আবারও মুগ্ধ করল মেদিনীপুরের ‘স্বর আবৃত্তি’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: প্রতিষ্ঠানের নাম ‘স্বর আবৃত্তি, মেদিনীপুর’। শহর মেদিনীপুরের স্বনামধন্য এক বাচিক শিক্ষা কেন্দ্র। প্রতিবারই নিজেদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা অভিনব ভাবনা আর পরিবেশনার প্রচেষ্টাই যাদের পাথেয়। ব্যতিক্রম হয়নি এবারও। গত ৫ জানুয়ারি, রবিবসরীয় সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে আবৃত্তিকে ভালোবেসে, ‘আবেগে মননে মাতৃভাষা’-র জয়গান গেয়ে, ‘স্বর আবৃত্তি, মেদিনীপুর’ পরিবেশন করে তাদের বার্ষিক অনুষ্ঠান ‘উৎসারিত আলো’। বিকেল ৩.০৫ থেকে প্রায় সাত ঘন্টা ধরে চলা আবৃত্তির একটি অনুষ্ঠান মন্ত্রমুগ্ধ করে রাখে মেদিনীপুরবাসীকে। যদিও, অনুষ্ঠানের কয়েকদিন আগে, অতিথিদের আমন্ত্রণেও ছিল অভিনবত্ব। স্বর আবৃত্তির ছেলেমেয়েরা পোস্টকার্ডে, নিজেদের হাতে লিখে আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানিয়েছিল। যে ‘চিঠি লেখা’ আজ প্রায় বিস্মৃত শিল্পে পরিণত হয়েছে এই হোয়াটসঅ্যাপ-টুইটারের যুগে; সেই চিঠি লেখা শিল্পকেই এখনকার কচিকাঁচাদের সামনে তুলে ধরতে এই অভিনব ভাবনা বলে জানান ‘স্বর আবৃত্তি’র কর্ণধার শুভদীপ বসু।

স্বর আবৃত্তির অনুষ্ঠানে:

বিজ্ঞাপন (Advertisement):

রবিবার ‘স্বর আবৃত্তি’-র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি ‘স্বর আবৃত্তি’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁদের আরও সাফল্য কামনা করেন। উদ্বোধনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে পরিদর্শক সৌমেন ঘোষ, কবি চন্দন নাথ, বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল প্রমুখ। স্বর আবৃত্তির অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন কলকাতা দূরদর্শনের বিশিষ্ট আবৃত্তি শিল্পী বিশাখা মুখোপাধ্যায়, কবি চন্দন নাথ ও গৌতম মন্ডল। নানা ধরনের বিষয়কেন্দ্রিক আবৃত্তির অনুষ্ঠান উপহার দেয় স্বর আবৃত্তির শিল্পীরা। মা তুঝে সালাম থেকে বিদ্যাসাগর, গাছ, পাখি, নদী, ভূত প্রভৃতি আবৃত্তির কোলাজগুলি অভিভূত করে দর্শকদের। স্বয়ং বিশাখা মুখোপাধ্যায় বলেন, “আবৃত্তির এরকম পরীক্ষামূলক ভাবনা আমায় মোহিত করেছে। এমন পরিশ্রম করে আবৃত্তি শেখানো কতটা কঠিন সেটা আমি বুঝি।”

কবি চন্দন নাথের সঙ্গে:

অনুষ্ঠান মঞ্চ থেকে ‘আবৃত্তির ডায়রি’র দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করলেন কবি চন্দন নাথ। বিষ্ণুপদ কুইলার কবিতার আবৃত্তির অ্যালবাম ‘শ্রুতি মধুর’ উদ্বোধন করেন ডাঃ সুহাস রঞ্জন মন্ডল। উপস্থিত ছিলেন স্বয়ং কবি বিষ্ণুপদ কুইলা । এই জেলার বিখ্যাত কিছু সাংস্কৃতিক দল ছন্দম মিউজিক কলেজ, জাগরী সঙ্গীত নিকেতন, নৃত্যাঞ্জলি, নটরাজ মিউজিক কলেজ, নটরাজ ডান্স একাডেমী, সৃজনভূমি, শেষাদ্রি ডান্স একাডেমি, রূপকম ডান্স একাডেমি নানা আবৃত্তির আলেখ্যে, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেওয়া হয়। যন্ত্রানুষঙ্গে ছিলেন প্রদীপ দাস ও পরেশ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন শতাব্দী গোস্বামী চক্রবর্তী ও ঈশিতা চট্টোপাধ্যায়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শুভদীপ বসুর কথায়, “শহর তথা জেলার প্রায় দুই শতাধিক শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান হয়েছে। প্রায় ২৫টি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ছেলেমেয়েরা অনুষ্ঠান পরিবেশন করে। আবৃত্তি নিয়ে নানা পরীক্ষামূলক কাজ আমরা করছি।”

স্বর আবৃত্তি’র অনুষ্ঠানে বিধায়ক সুজয় হাজরা:

স্বর আবৃত্তির কচিকাঁচারা:

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

6 hours ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

14 hours ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

2 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

3 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

5 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

7 days ago