দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: শহর মেদিনীপুরের পুজোর আগমনী সুরের সঙ্গেই যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘তাঁত মেলা’র ঐতিহ্য! রীতি মেনে এবারও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ‘৪২তম তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা’র আয়োজন করা হয়েছে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত্রি ৯টা অবধি চলবে এই তাঁতমেলা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঐতিহ্যমণ্ডিত এই তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা’র উদ্বোধন করলেন পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ চন্দন সাহা, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, বন ও ভূমি কর্মাধ্যক্ষ তপন প্রধান, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, খড়্গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ প্রমুখ।

thebengalpost.net
উদ্বোধনের পর:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি জানান, “এবার ১০০টি স্টল এসেছে। প্রতিবারের মতোই এবারও ভালো কেনাবেচা হবে।” বিধায়ক অজিত মাইতি বলেন, “এই তাঁতমেলা মেদিনীপুরের ঐতিহ্য। সমস্ত কিছু উপেক্ষা করে এবারও এই মেলায় মেতে উঠবেন মেদিনীপুরবাসী।” অন্যান্য বারের থেকেও এবার আরো বেশি বেচাকেনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আজ অর্থাৎ প্রথম দিনই তাঁত মেলায় ভিড় জমিয়েছিলেন আপামর শহরবাসী, বিশেষত মহিলারা। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, গত বছর এই তাঁত মেলায় বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, দুই চব্বিশ পরগনা, হুগলি সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৯৭টি স্টল এসেছিল। এবারও ওই সমস্ত জেলা থেকে প্রায় ১০০টি স্টল এসেছে। গত বছর সাড়ে তিন কোটি টাকার (৩ লক্ষ ৫০ কোটি টাকার) ব্যবসা হয়েছিল বলে জানান জেলার হস্ত ও তাঁত উন্নয়ন আধিকারিক। প্রথম দিনের ভিড় দেখে ওই আধিকারিক মনে করছেন, এবারের ব্যবসার পরিমাণ সাড়ে তিন কোটি টাকাকেও ছাপিয়ে যেতে পারে!

thebengalpost.net
চলছে বেচাকেনা:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):