দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: ভাড়া বাড়িতে কোনোরকমে চলছিল মেদিনীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের একটি অঙ্গনওয়াড়ি (ICDS) ও শিশু শিক্ষা কেন্দ্র (SSK)। কিন্তু, বাড়ির মালিক সম্প্রতি বেঁকে বসায়, তা বন্ধ হতে বসেছিল! এরপরই, এলাকার অসহায় পড়ুয়াদের স্বার্থে এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর লিপি বিষই সহ মেদনীপুর পৌরসভা। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জেলা প্রশাসনও। বরাদ্দ হয় ১৬ লক্ষ টাকা। সেই টাকাতেই নির্মিত হয় ঝাঁচকচকে ভবন। এখন থেকে এই স্থায়ী ভবনেই চলবে কাজী নজরুল শিশু শিক্ষা কেন্দ্র এবং ২০৬ নং অঙ্গনওয়াড়ী কেন্দ্র। শুক্রবার নবনির্মিত ভবনের উদ্বোধন হয় ১১ নং ওয়ার্ডের ছোটবাজার পঞ্চমুখী কালি মন্দির লেনে।

thebengalpost.net
উদ্বোধনী অনুষ্ঠানে :

পৌরসভার নিজস্ব জায়গায় উদ্বোধন বহু প্রতীক্ষিত এই শিশু শিক্ষা কেন্দ্র ও অঙ্গন ওয়াড়ী কেন্দ্রের উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। উপস্থিত ছিলেন মহকুমাশাসক মধুমিতা মুখার্জি, স্থানীয় কাউন্সিলর লিপি বিষই সহ পৌরসভা ও প্রশাসনের আধিকারিকরা। চেয়ারম্যান বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় পৌরসভার নিজস্ব জায়গায় এই শিশু শিক্ষা কেন্দ্র ও অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্বোধন হয়েছে। পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে জায়গা চিহ্নিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্থানীয় কাউন্সিলর লিপি বিষই। এলাকাবাসীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।”