দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: নিষিদ্ধ ‘শব্দবাজি’-র ব্যবহার রুখতে বদ্ধপরিকর পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। তাই, জেলা শহর কিংবা শহরের অদূরে বাজির ‘আঁতুড়ঘর’ ছেড়ুয়ায় নিষিদ্ধ শব্দবাজির ‘বেচাকেনা’ পুরোপুরি বন্ধ করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল জেলা প্রশাসন। একই স্থানে পরিবেশ-বান্ধব আতশবাজির ‘বেচাকেনা’ চালাতে জেলায় এই প্রথম জেলা পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজন করা হয় গ্রীন বাজি বাজার বা আতশবাজি মেলার। বৃহস্পতিবার দুপুরে এর উদ্বোধন হয়।

thebengalpost.net
গান্ধীঘাটে আতশবাজির বাজার:

বৃহস্পতিবার দুপুর থেকেই মেদিনীপুর শহরের উপকন্ঠে কাঁসাইয়ের তীরে গান্ধীঘাটে পসরা সাজিয়ে বসেন শহরের গ্রীন বাজি বিক্রেতারা। ৩৫টি স্টল করা হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে এই বাজি বাজারের উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, কোতোয়ালী থানার আইসি আতিবুর রহমান। সৌমেন খান জানান, একই জায়গায় মানুষ যাতে প্রশাসন অনুমোদিত সব রকম গ্রীন বাজি কেনাকাটা করতে পারেন এবং দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগ। বৃহস্পতিবার থেকে কালী পুজো পর্যন্ত চলবে এই গ্রীন বাজি বাজার। ছেড়ুয়াতেও গ্রীন বাজির ৩০-৩৫টি স্টল করা হয়েছে। উদ্বোধন করেন কোতোয়ালি থানার আই.সি।