Midnapore

Midnapore: মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন! তমলুকে দেবাংশু, বহরমপুরে ইউসুফ পাঠান, হুগলিতে রচনা, যাদবপুরে সায়নী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১০ মার্চ: জল্পনার অবসান ঘটিয়ে মেদিনীপুর লোকসভার প্রার্থী হলেন জুন মালিয়া-ই। আগেই এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন ‘দলনেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, যথারীতি ঘাটালের প্রার্থী হয়েছেন দেব ওরফে দীপক অধিকারীই। ঝাড়গ্রামের প্রার্থী ‘পদ্মশ্রী’ কালিপদ সরেন। হুগলিতে প্রার্থী ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জি। যাদবপুরের প্রার্থী যুব নেত্রী সায়নী ঘোষ। অন্যদিকে, তমলুকে প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর সঙ্গেই লড়াই হতে চলেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কাঁথি-তে বিজেপি-র সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক।

জুন মালিয়া:

Advertisement (বিজ্ঞাপন):

এছাড়াও, মুর্শিদাবাদের প্রার্থী আবু তাহের খান। তবে এবার অন্যতম চমক বহরমপুরের প্রার্থী! ক্রিকেটার ইউসুফ পাঠান-কে প্রার্থী করেছে তৃণমূল। এখানে মূলত লড়াই হবে কংগ্রেসের অধীর চৌধুরীর সঙ্গে। ইরফান পাঠানের ভাই ইউসুফ পাঠান ছাড়াও প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করেছে তৃণমূল। আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার প্রার্থী যথাক্রমে- অরূপ চক্রবর্তী, শতাব্দী রায় এবং শান্তিরাম মাহাত। অপরদিকে, বিষ্ণুপুর আসনে বিজেপি-র সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে প্রার্থী তাঁর ‘প্রাক্তন’ স্ত্রী সুজাতা খাঁ!

দেখে নিন তৃণমূলের প্রার্থী তালিকা: কোচবিহার- জগদীশচন্দ্র বাসুনিয়া, আলিপুরদুয়ার- প্রকাশ চিক বরাইক, জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়, দার্জিলিং- গোপাল লামা, রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী, বালুরঘাট- বিপ্লব মিত্র, মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদা দক্ষিণ- শাহনাওয়াজ আমি রহমান, জঙ্গিপুর- খলিলুর রহমান, বহরমপুর- ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ- আবু তাহের খান, কৃষ্ণনগর- মহুয়া মৈত্র, রানাঘাট- মুকুটমণি অধিকারী, বনগাঁ- বিশ্বজিৎ দাস, ব্যারাকপুর- পার্থ ভৌমিক, দমদম- সৌগত রায়, বারাসত- ড. কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাট- হাজি নুরুল ইসলাম, জয়নগর- প্রতিমা মণ্ডল, মথুরাপুর- বাপি হালদার, ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুর- সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণ- মালা রায়, কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া- সাজদা আহমেদ, শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগ- মিতালি বাগ, তমলুক- দেবাংশু ভট্টাচার্য, কাঁথি- উত্তম বারিক, ঘাটাল- দীপক অধিকারী (দেব), ঝাড়গ্রাম- কালীপদ সরেন, মেদিনীপুর- জুন মালিয়া, পুরুলিয়া- শান্তিরাম মাহাতো, বাঁকুড়া- অরূপ চক্রবর্তীে, বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল, বর্ধমান পূর্ব- ড. শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ, আসানসোল- শত্রুঘ্ন সিনহা, বোলপুর- অসিতকুমার মাল, বীরভূম- শতাব্দী রায়।

ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়:

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

6 hours ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

14 hours ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

2 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

3 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

5 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

7 days ago