দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৪ জুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অখণ্ড মেদিনীপুরেও এবার ‘সবুজ ঝড়’! ঘাটাল লোকসভা আসনে ১ লক্ষ ৬০ হাজার ভোটে এগিয়ে, জয়ের পথে পা বাড়িয়েছেন ‘বিদায়ী’ সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। ঝাড়গ্রাম লোকসভা আসনে ১ লক্ষ ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ ‘খেরোয়াল’ সোরেন। অন্যদিকে, মেদিনীপুর লোকসভা আসনে প্রায় ৩১ হাজারের বেশি ভোটে এগিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। খড়্গপুর শহরের কেন্দ্রীয় বিদ্যালয়ের গণনাকেন্দ্রের বাইরে সমর্থকদের ‘সবুজ’ আবিরে আরও সজীব হয়ে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন, “এই জয় দিদির উন্নয়নের জয়। আমাদের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রমের জয়। বাংলার মানুষ বঞ্চনার জবাব দিয়েছেন ইভিএমে!”

thebengalpost.net
মমতা-অভিষেকেই আস্থা:

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক আসনে যথাক্রমে ১১ হাজার ও ৩৩ হাজার ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এবং ‘প্রাক্তন’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত অধিকারী-গড় রক্ষিত হয় কিনা, সেদিকেই তাকিয়ে আপামর মেদিনীপুরবাসী! এদিকে, গোটা রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২৮টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই জয়ী হয়েছে আসানসোল (শত্রুঘ্ন সিনহা) আসনে। ১২টি আসনে এগিয়ে আছে বিজেপি। শুধুমাত্র, মালদহ (দক্ষিণ) আসনে আসনে এগিয়ে আছে কংগ্রেস। সারা দেশে ২৯৫ (৫৪৩-র মধ্যে)টি আসনে এগিয়ে আছে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট। কংগ্রেস সহ INDIA জোট এগিয়ে ২৩০টি আসনে। (ছবি: ইন্দ্রনীল রায়)

thebengalpost.net
খড়গপুরে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা :