দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুরের, ১৯ অক্টোবর: সময়ের সাথে সাথে বদলাচ্ছে মানুষের চাহিদা, পছন্দ কিংবা ভালোলাগা। সেই সঙ্গে বাড়ছে ব্যস্ততাও। তাই, এক ছাতার তলাতেই মানুষ এখন অনেক কিছু পেতে চাইছেন। আর সেই সবকিছুই যখন তাঁর পছন্দের হয়, ‘সুন্দর’ হয়; তখন তো একেবারে সোনায় সোহাগা! মেদিনীপুর শহর তথা জেলাবাসীর কথা ভেবে ‘বিনোদন ফটোগ্রাফি ও অরুনিকা ক্রিয়েশন’ (Vinodan Photography and Arunika’s Creation) তেমনই এক ‘সর্বাঙ্গসুন্দর’ স্টুডিও নিয়ে এলো; যেখানে এক ছাতার তলায় ছবি তোলা বা ফটো-ভিডিও শুট (Photography) থেকে অ্যালবাম (Album), ডিজিটাল প্রিন্টিং (Digital Printing), সুন্দর সুন্দর উপহার (Customized Gift), স্মারক (Memento), ক্যামেরার প্রয়োজনীয় জিনিসপত্র (Accessories) থেকে সার্ভিসিং (Servicing) সবকিছুই মিলবে।
শহর মেদিনীপুরের খাপ্রেলবাজার (কে.ডি কলেজের পাশের গলি) এলাকায় শুক্রবারই এই অত্যাধুনিক তথা ঝাঁ-চকচকে ও কেতাদুরস্ত স্টুডিও-র উদ্বোধন হয়। প্রাচীন (Antique) ও আধুনিক (Modern) জিনিসপত্রের মেলবন্ধনে সুসজ্জিত এই স্টুডিও-র নান্দনিকতা মুগ্ধ করেছে উদ্বোধনের দিন উপস্থিত অতিথিদের। বিনোদন ফটোগ্রাফি ও অরুনিকা ক্রিয়েশনের তরফে জানানো হয়েছে, “বেবি শুট, মডেল শুট ছাড়াও কাস্টমাইজড গিফট, মেমেন্টো, সমস্ত ধরনের প্রিন্টিং, এডিটিং, অ্যালবাম প্রভৃতি সবকিছুই যাতে সাধারণ মানুষ এক ছাতার তলায় পেয়ে যান; সেজন্যই এই উদ্যোগ।”