দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৩ জানুয়ারি: যুব সমাজকে বীর বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসু’র ভাবধারায় উদ্বুদ্ধ করতে এবং তাঁর ত্যাগ ও তিতিক্ষার আদর্শ ছড়িয়ে দিতে, তাঁর ১২৯-তম জন্মজয়ন্তীর প্রাক্কালে বিশেষ উদ্যোগ আজাদ হিন্দ হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির। বিশেষ চাহিদা সম্পন্ন যুবকদের সক্রিয় অংশগ্রহণে এবং আজাদ হিন্দ হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বুধবার মেদিনীপুর শহরের ঐতিহাসিক জেলাপরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক সাইকেল র‌্যালির সূচনা হয়।

thebengalpost.net
মেদিনীপুর থেকে পুরুলিয়া সাইকেল র‌্যালির সূচনা:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন। সাইকেল র‌্যালিটি মেদিনীপুর – বাঁকুড়া হয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পুরুলিয়া পৌঁছবে বলে উদ্যোক্তাদের তরফে জানিয়েছেন সংগঠনের সম্পাদক অশোক মুখার্জি ও সভাপতি গৌতম দে।