দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি (মামনি রুইদাস) মৃত্যু তথা চিকিৎসায় গাফিলতির অভিযোগ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে ১২ জন চিকিৎসককে (৬ জন জুনিয়র চিকিৎসক সহ) সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, ৬ জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করার প্রতিবাদে, শুক্রবার সকাল ৮টা থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমস্ত জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি পালন করবেন। যতক্ষণ না সরকারের পক্ষ থেকে এই সাসপেনশন অর্ডার প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ অবধি কর্মবিরতি চালু থাকবে বলে জানিয়েছেন তাঁরা। জরুরী পরিষেবা সহ হাসপাতালের সমস্ত ধরনের পরিষেবা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আগামীদিনে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজগুলিও তাঁদের সহমর্মী হয়ে কর্মবিরতি পালন করতে পারেন বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের তরফে।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাত্রি ৯টা নাগাদ প্রথমে সাংবাদিক বৈঠক করা হয় গাইনোকলজি (প্রসূতি) ও অ্যানাস্থেসিয়া বিভাগ থেকে। তাঁদের মতে, এইভাবে জুনিয়র চিকিৎসকদের দোষী সাব্যস্ত করে, শাস্তি ঘোষণা করা সম্পূর্ণভাবে অনৈতিক। তাঁরা নিজেদের জীবন বিপন্ন করে রোগীদের সেবায় নিয়োজিত থাকেন। এই সিদ্ধান্ত সমস্ত চিকিৎসক সমাজের মনোবল ভেঙে দেবে বলেও জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে আজ (বৃহস্পতিবার) রাত থেকেই কর্মবিরতি পারন করার কথা জানিয়ে দিয়েছেন তাঁরা। এরপর, মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়, “স্বাস্থ্য ব্যবস্থায় নানা ধরনের দুর্নীতি থেকে মোড় ঘুরিয়ে দিতেই এভাবে জুনিয়র চিকিৎসকদের দোষী সাব্যস্ত করা হয়েছে। সমাজের শত্রু হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর প্রতিবাদ না করে উপায় নেই।” তাই শুধু প্রসূতি ও অ্যানাস্থেসিয়া বিভাগ নয়, তাঁরা সকলেই শুক্রবার সকাল আটটা থেকে পূর্ণ কর্মবিরতি পালন করবেন।
অপরদিকে, রাজ্য স্বাস্থ্য ভবনের নির্দেশে মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি (মামনি রুইদাস) মৃত্যুর ঘটনায় মেদিনীপুর শহরের কোতোয়ালী থানায় দায়ের হল FIR। মেদিনীপুর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন সুপার জয়ন্ত রাউত সহ ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে বলে জানা গেছে। বলাই বাহুল্য, এই ১২ জনের মধ্যে ৬ জন জুনিয়র চিকিৎসক। এঁরা হলেন, মৌমিতা মন্ডল, ভাগ্যশ্রী কুন্ডু, সুশান্ত মণ্ডল, পুজা সাহা, মণীশ কুমার ও জাগৃতি ঘোষ। অপরদিকে, জয়ন্ত রাউত ছাড়া বাকি সিনিয়র চিকিৎসকেরা হলেন যথাক্রমে- প্রসূতি বিভাগের সদ্য প্রাক্তন HOD মহঃ আলাউদ্দিন, দিলীপ কুমার পাল, হিমাদ্রি নায়েক, সৌমেন দাস ও পল্লবী ব্যানার্জি (অ্যানাস্থেসিয়া বিভাগ)। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে যাঁরা বদলি হয়ে আসছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ বা হাসপাতাল থেকে; ইতিমধ্যেই তাঁদের নামও ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তি আকারে। তারাঁ হলেন যথাক্রমে- প্রফেসর দেবদত্ত ঘোষ, অ্যাসোসিয়েট প্রফেসর দেবদূত ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার তপন গঙ্গোপাধ্যায় এবং সন্ন্যাসী চরণ বর্মন। সুপার (MSVP) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রফেসর ইন্দ্রনীল সেন। বৃহস্পতিবার রাতেই জরুরি ভিত্তিতে তিনি পৌঁছে গেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শুক্রবার সকালেই তিনি দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে। এর আগেও মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন বরিষ্ঠ এই নাক, কনা, গলা (ENT) বিশেষজ্ঞ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: গত ৮ থেকে ১২ জানুয়ারি কলকাতার সিস্টার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: সোনার দোকানে চুরি-ডাকাতি রুখে দিতে অভিনব উদ্যোগ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ জানুয়ারি: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যু তথা চিকিৎসায় গাফিলতির…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: শেষ রক্ষা হলো না! মৃত্যু হল মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: বুধবার (৮ জানুয়ারি) রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: বুধবার (৮ জানুয়ারি) রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের…