দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি:আগামীকাল (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবসের আগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে, কোতোয়ালী থানার তরফে জেলাশহর মেদিনীপুরের তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই তল্লাশি অভিযান চলাকালীন, বিকেল ৫ টা নাগাদ মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় (বাস স্ট্যান্ড থেকে বাসগুলি বেরোনোর মুখে) একটি মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এরপরই পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। ভেতরে মেটাল বা ধাতব কিছু আছে ইঙ্গিত পাওয়া গেছে। তবে, বোম্ব স্কোয়াড আসার আগে ব্যাগটি এখনো অবধি খোলা হয়নি।

thebengalpost.net
মেদিনীপুর শহরে পুলিশের তল্লাশি অভিযান চলাকালীন পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য:

প্রসঙ্গত উল্লেখ্য, সারা দেশ ও সারা রাজ্যের সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চালানো হচ্ছে নাকা তল্লাশি। নাশকতা রুখতে বদ্ধপরিকর পুলিশ। বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয় মেদিনীপুর শহরে তল্লাশি অভিযান। সেই অভিযান চলাকালীনই একটি ব্যাগকে গিরে চাঞ্চল্য ছড়ায়! একটি দোকানের সামনে পিঠে ঝোলানো ব্যাগটি পড়ে আছে। দোকানের মালিক ও আশেপাশের অনেকেই জানিয়েছেন, বেশ কিছুক্ষণ আগে থেকে মালিকবিহীন এই ব্যাগটি পড়ে আছে। এরপরই জেলা পুলিশ ও কোতোয়ালী থানার তরফে, পুলিশ কুকুর দিয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে প্রাথমিক তল্লাশি চালানো হয়। ভেতরে ধাতব কিছু থাকতে পারে বলে মেটাল ডিটেক্টর ইঙ্গিত দিয়েছে। আসছে বোম্ব স্কোয়াড। সন্ধ্যা সাড়ে ছ’টা-সাতটা নাগাদ ব্যাগটি খোলা হতে পারে! আপাতত ব্যাগটিকে ঘিরে রেখেছে পুলিশ।

thebengalpost.net
ব্যাগ :