বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “আমরা শিক্ষকদের সম্মানিত করতে পেরে নিজেরা সম্মানিত বোধ করছি। প্রতিবছরের মতো এবারও এই সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের অভিভাবক, মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা-কে ধন্যবাদ জানাচ্ছি।” ১৭ মিনিটের বক্তব্যের শুরুটা ঠিক এভাবেই করেছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া। বক্তব্যের শেষেও আবেগাপ্লুত কণ্ঠে মন্ত্রী মানস বললেন, “আমি আরো একবার ধন্যবাদ জানাব সুজয়-কে।” এরপরই তিনি কাছে ডেকে নেন তৃণমূলের জেলা সভাপতি-কে। সুজয়ের হাত ‘শক্ত’ করে ধরে সকলের উদ্দেশ্যে বললেন, “আপনাদের ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।” শনিবার বিকেলে মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনের মঞ্চ ছাড়ার আগে সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া ফের একবার জড়িয়ে ধরেন এই মুহূর্তে দলের বেশ কয়েকজন বিধায়কের ‘চক্ষুশূল’ হয়ে ওঠা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা-কে।

thebengalpost.net
মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া-র সঙ্গে জেলা সভাপতি সুজয় হাজরা :

মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া ছাড়াও শনিবারের শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে আগাগোড়া ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী (প্রতিমন্ত্রী) তথা শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত। তবে, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের অন্যান্য বিধায়করা অবশ্য এদিন অনুপস্থিত ছিলেন। ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে, রাজ্যের শিক্ষক নেতা ও জেলা পরিষদের সদস্য শান্তনু দে প্রমুখ। উল্লেখ্য যে, এদিন (৯ সেপ্টেম্বর) মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের অধীন বিভিন্ন ব্লকের প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয় এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেখানেই উপস্থিত থেকে এবং জেলা সভাপতি সুজয় হাজরা-র ভূয়সী প্রশংসা করে সবংয়ের বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া স্পষ্ট বুঝিয়ে দিলেন, তিনি জেলা সভাপতির পাশেই আছেন!

thebengalpost.net
মন্ত্রী শ্রীকান্ত মাহাত:

শনিবার সন্ধ্যায় মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানান, “এ দিনের অনুষ্ঠান ছিল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে। আলাদা করে কোন বিধায়ককেই আমরা আমন্ত্রণ জানাতে পারিনি। তবে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের অভিভাবক হিসেবে আমাদের রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়েছিলেন বলে আমরা কৃতজ্ঞ। আর, এই ধরনের প্রতিটি অনুষ্ঠানেই রাজ্যের আরেক মন্ত্রী তথা বিধায়ক শ্রীকান্ত আমাদের সহকর্মী হিসেবে উপস্থিত থাকেন। বাকিরা বিভিন্ন ব্যক্তিগত কাজে এবং কর্মসূচিতে ব্যস্ত ছিলেন বলে হয়তো উপস্থিত থাকতে পারেননি। এনিয়ে বিতর্কের কিছু নেই।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এদিন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের তরফেও ডেবরাতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে দলের জেলা সভাপতি আশিস হুদাইত সহ বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। শেষ মুহূর্তে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়াও। অন্যদিকে, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন চক্র কমিটির তরফেও ৫ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে চলছে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান। মেদিনীপুর শহরের সদর আর আর চক্র থেকে শুরু করে শালবনী সদর উত্তর চক্রের তরফে গত বৃহস্পতিবার ও শুক্রবার কয়েকশো শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

thebengalpost.net
শিক্ষক দিবসের অনুষ্ঠান মেদিনীপুরে :

thebengalpost.net
উদ্বোধনী পর্বে: