দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে ফুলপাহাড়ি ড্যাম সংলগ্ন আমড়াতলার জঙ্গল এলাকা থেকে ‘নিখোঁজ’ (বা, অপহৃতা) তরুণীকে শুক্রবার রাত্রি বারোটা নাগাদ প্রায় সুস্থ ও স্বাভাবিক অবস্থাতেই উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে (আমড়াতলা ও ভগবতীচকের মাঝামাঝি এলাকায়) নির্জন ও জঙ্গল সংলগ্ন স্থানে অবস্থিত একটি বাড়ি থেকে নিরাপদেই ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে বলে জেলা পুলিশের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানিয়েছেন। নির্জন ওই এলাকায় চিকিৎসক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা-৭টা থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণী। দুষ্কৃতীদের মারে গুরুতর আহত তাঁর বন্ধু মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুই দুষ্কৃতী বাইকে করে এসে নার্সিং পাঠরতা ওই তরুণীকে বাইকে করে তুলে নিয়ে যায় বলে তাঁর বন্ধু বা প্রেমিক আশঙ্কাজনক অবস্থাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান। এরপর, রাত্রি আটটা-সাড়ে আটটা থেকে তরুণীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে জেলা পুলিশ। তিন-চার ঘন্টার মধ্যেই মোটামুটি ভাবে সুস্থ অবস্থাতেই তরুণীকে উদ্ধার করা সম্ভব হয় বলে জেলা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মেদিনীপুর শহরের উপকন্ঠে খয়রুল্লাচক (বা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা) পেরিয়ে ফুলপাহাড়ির ড্যামের (বাঁধের) ধারে (আমড়াতলা এলাকায়) বাইকে করে ঘুরতে গিয়েছিলেন বছর ২৩-র ওই হাউস স্টাফ (মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ) এবং নার্সিং পাঠরতা তাঁর এক বান্ধবী। তাঁদের দু’জনের বাড়ি যথাক্রমে দুর্গাপুর ও কোলাঘাটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ২ জন দুষ্কৃতী বাইকে করে এসে ওই যুবককে (চিকিৎসককে) লাঠি দিয়ে বেধড়ক মারধর করে, টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং তারপর তাঁর বান্ধবীকে বাইকে তুলে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধরে পড়ে থাকেন ওই হাউস স্টাফ যুবক। এরপর, কোনোক্রমে নিজেই পাশের একটি গ্রামে গিয়ে এলাকাবাসীদের সাহায্য নেন। ঘটনার খবর পেয়ে, গুড়গুড়িপাল থানার পুলিশ সেখানে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে, জেলা সদর হাসপাতালে (মেদিনীপুর মেডিক্যাল কলেজে) ভর্তি করেন রাত্রি আটটা-সাড়ে আটটা নাগাদ। ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থল থেকে, ওই তরুণীর ওড়না সহ পোশাকের কিছু অংশ উদ্ধার করা হয়। একই সঙ্গে জোরদার তল্লাশি শুরু করা হয়। মাত্র ৩-৪ ঘন্টার মধ্যেই ওই তরুণীকে ফুলপাহাড়ি ড্যাম (বা, আমড়াতলা ড্যাম) সংলগ্ন আমড়াতলা এলাকার একটি নির্জন বাড়ি থেকে উদ্ধার করে জেলা পুলিশ। ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনাটি সবিস্তারে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তবে, ইতিমধ্যে পুলিশের একটি সূত্রে দাবি করা হয়েছে, মেয়েটিকে অপহরণ করা হয়নি, মেয়েটি ভয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল পাশের গ্রামে। তাকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়েছে এবং কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…