দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও মানবিক, আবার কখনও বিতর্কিত! বাংলা নববর্ষের সূচনাতেই অবশ্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিকরা ধরা দিলেন ‘বন্ধু’ রূপে। পথচলতি মানুষকে মিষ্টি খাইয়ে, রাজ্য সঙ্গীত সহ বিভিন্ন গানের সুর শুনিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হল জেলা পুলিশের তরফে। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, নববর্ষের সাথে সাথেই পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবসের শুভেচ্ছা জানাতেই এই অভিনব উদ্যোগ।

মঙ্গলবার সকালে জেলা শহর মেদিনীপুরের কেরানীটোলা এলাকায় এই আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে। জেলা পুলিশের ‘ব্রাস ব্যান্ড টিম’ রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান শহরবাসী ও পথচলতি মানুষকে। এরপরই, পথচারী, যানবাহন চালক সহ এলাকাবাসীদের হাতে তুলে দেওয়া হয় রসগোল্লার প্লেট। সেই সঙ্গে পানীয় জল, সরবতের ব্যবস্থাও ছিল। উপস্থিত ছিলেন জেলা পুলিশের আধিকারিকরা। জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “নববর্ষ ও বাংলা দিবসের শুভেচ্ছা জানানোর সাথে সাথেই আমাদের রাজ্য সঙ্গীতকে সাধারণ মানুষের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ। জেলা ও শহরবাসীকে পশ্চিম মেদনীপুর জেলা পুলিশের তরফে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”