দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩ আগস্ট: জেলা শহর মেদিনীপুরের বিখ্যাত কলেজ কলেজিয়েট ময়দানে গত কয়েকদিন ধরে একটি অসুস্থ কুকুর (Dippy Dog) প্রায় ১৪-১৫ জনকে কামড়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে ঘুরতে আসা বা হাঁটাহাঁটি করতে আসা অন্যান্যদের মধ্যে। এরপর স্থানীয়রা খবর দেন, মেদিনীপুর স্ট্রিট অ্যানিমেল লাভার্স সোসাইটিকে। সোমবার দুপুরে সোসাইটির সদস্যরা ঘুমের ওষুধ ও কুকুর ধরার জাল নিয়ে মাঠে আসেন। দীর্ঘ প্রচেষ্টার পর বাচ্চা কুকুরটিকে ধরে চিকিৎসার জন্য নিয়ে যান তাঁরা।

thebengalpost.in
অসুস্থ কুকুর-টিকে উদ্ধার করা চলছে :

thebengalpost.in
দেবরাজ চক্রবর্তী’র নেতৃত্বে উদ্ধারকার্য :

এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী সমাজকর্মী ফাকরুদ্দিন মল্লিক জানান, “সোমবার সন্ধ্যা নাগাদ কলেজ মাঠে বসছ আছি, এমন সময় দেখি একটু দূরে একটা কুকুর বসে আছে, হটাৎ তার পাস দিয়ে বাইক নিয়ে দুটি ছেলেগেলে পিছনে বসে থাকা ছেলেটিকে কামড় দেয় পিছন থেকে। ওদের সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি। তারপর, আরো একজনকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে ফোন করলাম পশুপ্রেমী সংগঠনের রিক দা’কে। সকালে সুমন জানা দাদা ফোন করে জানায় কলেজ মাঠে কুকুরটা প্রায় ১০ জনের মতো লোককে কামড় দিয়েছে। তৎক্ষণাৎ গিয়ে ব্যাপারটা দেখি আমার সামনেই ৩ জনকে কামড় দিয়েছে। কুকুরটাকে বিস্কুট খাওয়ানো হলো। তারপর বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করা হলো। ফোন করলাম সর্প বন্ধু দেবরাজ দা’কে। দেবরাজ দা ও কিছুক্ষণ পরে শিবু দা, রিক দা, রিমা দি, অদিতি দি ও ববি এরা সবাই এসে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে ও ধরে নিয়ে যায় কুকুর’টিকে।”
***আপডেট : অসুস্থ কুকুর-টিকে পৌঁছে দেওয়া হয় মেদিনীপুর শহরের শরৎপল্লী-তে অবস্থিত “আন্তরিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি”র রেসকিউ সেন্টারে। সেখানেই কুকুরটির চিকিৎসা ও সেবা চলছে বলে জানিয়েছেন সংস্থা’র তরফে অদিতি সেন।

thebengalpost.in
প্রথমে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয় :

thebengalpost.in
তারপর ধরা হলো :