দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২ আগস্ট: সাইকেলে করেই বিশ্বভ্রমণ। ২০২১ সালের মাঝামাঝি সময়ে (জুন-জুলাই নাগাদ) হাঙ্গেরি (Hungary)’র রাজধানী বুদাপেস্ট (Budapest) থেকে রওনা দিয়েছিলেন বছর ৩৪-এর যুবক অ্যাটিলা বার্থা (Attila Bartha)। গত ১৬ মাসে কমপক্ষে ১১ টি দেশ এবং প্রায় ১২ হাজার কিলোমিটার অতিক্রম করে মাসখানেক আগেই পৌঁছেছেন ভারতে। কলকাতা থেকে পুরী যাওয়ার পথে রবিবার (৩০ অক্টোবর) পৌঁছন পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে। দু’দিন মেদিনীপুর শহরে কাটিয়ে, শালবনীর জঙ্গল থেকে মন্দিরময় পাথরা ঘুরে মঙ্গলবার দুপুরে পাড়ি দিয়েছেন পুরীর উদ্দেশ্যে। তবে, তার আগে মঙ্গলবার ঝাড়গ্রাম সাইকেল রাইডার্স গ্রুপের আহবানে রাত্রি কাটালেন ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রামে। রাতে ছিলেন ওই সংগঠনের অতিথিশালায়। জানিয়েছেন সাইকেল রাইডার্স গ্রুপের অন্যতম কর্মকর্তা গোপাল মাইতি। আজ, বুধবার তাঁর থাকার কথা গোপীবল্লভপুরে, মণীশ তালধি নামে অন্য এক সাইক্লার্সের বাড়িতে। তারপর বালেশ্বর হয়ে পুরী, সেখান থেকে বিশাখাপত্তনম, চেন্নাই হয়ে কন্যাকুমারী। সবশেষে মুম্বাই গিয়ে ভারত সফর শেষ করার ইচ্ছে রয়েছে তাঁর। ভারতীয় সংস্কৃতিতে মুগ্ধ অ্যাটিলা মেদিনীপুর আর ঝাড়গ্রামের ভালোবাসায় আপ্লুত হয়েছেন। মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা এবং মেদিনীপুর কুইজ কেন্দ্র স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যথাক্রমে সোমবার ও মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হয়েছে অ্যাটিলা-কে। সুস্থ পরিবেশ আর শান্তির বার্তা দিতেই তাঁর এই বিশ্বভ্রমণ বলে জানিয়েছেন অ্যাটিলা।
হাঙ্গেরি’র রাজধানী বুদাপেস্টের বাসিন্দা অ্যাটিলা’র বাড়িতে আছেন তাঁর বাবা-মা, ভাই ও ভাইয়ের স্ত্রী। ইরানে আছেন তাঁর বান্ধবী। পেশায় ফিল্ম ও ভিডিও এডিটর অ্যাটিলা বিশ্ববাসীকে সুস্থ ও সুন্দর থাকার বার্তা দিতে তাঁর সাইকেল সফর শুরু করেছেন। ছোট থেকেই গোটা পৃথিবী ঘুরে দেখার যে স্বপ্নটা লালন করতেন, বড় হয়ে নিজের রেসিং সাইকেলে ভর করে সেই স্বপ্নই আজ পূরণ করার পথে অ্যাটিলা। সার্বিয়া, রোমানিয়া, তুরস্ক, বুলগেরিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, ইরান পাকিস্তান হয়ে কাশ্মীর দিয়ে ভারতে প্রবেশ করেছেন মাসখানেক আগে। তার আগে অবশ্য লাদাখ আর নেপালে গিয়ে ৫০০০ মিটার উঁচুতে সাইকেল চালানো আর হিমালয় দেখার স্বপ্নও পূরণ করেছেন। ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি প্রাণে ধরেছে অ্যাটিলার। আর, বাংলার মানুষের আতিথেয়তায় মুগ্ধ অ্যাটিলা ইতিমধ্যে ভাত, ডাল, নিম বেগুন, মাছের ঝোল, আলু সেদ্ধ, ওল সেদ্ধ’র প্রেমে পড়ে গিয়েছেন! নিজেকে রান্না করতে হলে অবশ্য নুডলস, পাস্তা, ওমলেটেই স্বচ্ছন্দ! মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়াতে রবিবার ও সোমবার অ্যাটিলা ছিলেন ‘সাইকেল লাভার্স গ্রুপ’ এর সম্পাদক গৌতম মাহাতো’র বাড়িতে। গৌতম জানিয়েছেন, “১১টি দেশ ও ১২০০০ কিলোমিটারের বেশি সাইকেল চালিয়ে অ্যাটিলা রবিবার এসেছিলো আমার শহর মেদিনীপুরে। ওর সঙ্গে পরিচয় বাংলার অন্যতম এডভেঞ্চার সাইক্লিস্ট চন্দন দা (চন্দন বিশ্বাস/ Chandan Biswas)’র মারফত। এই দু’দিন আমাদের দারুন সময় কাটলো ওর সঙ্গে। মেদিনীপুরবাসীর ভালোবাসায় আপ্লুত আটিলা। প্রকৃতির কাছাকাছি থাকতে চাওয়া এই ছেলেটা মেদিনীপুরের (শালবনীর) জঙ্গল দেখে অভিভূত; পাথরার মন্দির দেখে আবেগতাড়িত! আমার বাড়ির ওল সেদ্ধ তার খুব ভালো লেগেছে। কথায় কথায় ‘ধন্যবাদ’ দেওয়া অ্যাটিলার আগামী যাত্রাপথ খুব সুন্দর হোক।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…