দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বন্যা কবলিত ঘাটাল থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ জেলা শহর মেদিনীপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মেদিনীপুর শহরের সার্কিট হাউসেই আজ রাত্রিযাপন করবেন তিনি। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সার্কিট হাউস থেকে তিনি রওনা দেবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উদ্দেশ্যে। ডেবরা ও পাঁশকুড়ার ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।

thebengalpost.net
ঘাটালে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, হুগলি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পৌঁছন বুধবার বিকেল সাড়ে ৪টা নাগাদ। ঘাটালের বড়দা চৌকান এলাকায় তিনি বন্যা কবলিত মানুষের সঙ্গে কথা বলার সাথে সাথেই সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন। পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী এবং পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। এরপরই, তিনি ক্ষীরপাই, চন্দ্রকোনা, কেশপুর হয়ে মেদিনীপুর শহরের উদ্দেশ্যে রওনা দেন। তার আগে বড়দা চৌকানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২০০৯ সালের পর DVC কখনও এত জল ছাড়েনি! এই প্রথম সাড়ে ৩ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হলো। এটা পুরোপুরি ম্যান-মেড বন্যা ছাড়া কিছুই নয়। আমরা বারবার অনুরোধ করেছিলাম, এক সঙ্গে এত জল ছাড়বেন না, বাংলা বিপদে পড়বে। তা সত্ত্বেও শোনেনি!” মুখ্যমন্ত্রী এও বলেন, দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করা হবে। এজন্য দেড় হাজার কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন তিনি।

thebengalpost.net
বন্যা দুর্গতদের সঙ্গে মুখ্যমন্ত্রী:

thebengalpost.net
মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী: