দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: রাতভর তুমুল বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। রবিবার রাত থেকে সোমবার সকাল অবধি ভারি বৃষ্টিপাত হয়েছে খড়্গপুর, মেদিনীপুরেও। আর, এতেই খড়্গপুর শিল্পতালুকের ভেতরে অবস্থিত স্টেডিয়ামে অর্থাৎ মুখ্যমন্ত্রীর সভাস্থলে জল জমে যায়। সোমবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই জল বের করা হলো প্রশাসনের তরফে। যদিও, এই সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কর্মসূচি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। তবে, আজ, বিকেল সাড়ে চারটা-পাঁচটা নাগাদ তিনি মেদিনীপুরে পৌঁছে যাবেন বলেই সূত্রের খবর। ইতিমধ্যে, নেতাজি ইনডোরের প্রশাসনিক কর্মসূচি শেষ করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে মেদিনীপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সূত্রের খবর। আবহাওয়া খারাপ থাকায় সড়কপথেই আসতে চলছেন মুখ্যমন্ত্রী। খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকের ভেতরে আবাসনে বা অতিথিশালায় তিনি রাত্রিযাপন করবেন বলে জানা গিয়েছিল দলীয় সূত্রে।

thebengalpost.net
খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকের সভাস্থল:

এদিকে, আজ (১২ সেপ্টেম্বর)ও দিনভর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, নদীয়া জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর‌ ও দুই চব্বিশ পরগণা জেলায়। আগামী দু’দিনও এই তিন জেলায় থাকছে বৃষ্টির হলুদ সতর্কতা। তবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামীকাল বৃষ্টির পূর্বাভাস নেই। আংশিক মেঘলা আকাশ বা হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে, বুধবার পর্যন্ত সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বজ্রপাতের জন্য ফাঁকা মাঠে কাজ করা কৃষকদের-ও সতর্ক থাকা উচিত বলে মত বিশেষজ্ঞদের। এদিকে, মুখ্যমন্ত্রী আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মনোনয়ন সংক্রান্ত বৈঠক করবেন। জানা যায়, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা বিদ্যাসাগর শিল্পতালুকের ভেতরে অবস্থিত একটি কনফারেন্স হলে তিনি পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি মনোনয়নের বিষয়ে বৈঠক করবেন এবং সকলের মতামত নিয়ে সভাধিপতি বেছে নেবেন। ১৪ সেপ্টেম্বর প্রশাসনিক সভা করতে তমলুকের নিমতৌড়িতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ সেপ্টেম্বর ফের খড়্গপুর শিল্পতালুকের ভেতরে অবস্থিত স্টেডিয়ামের সভা থেকে জঙ্গলমহলের ৭ হাজার স্কিল ট্রেনিং প্রাপ্ত চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন (নেতাজি ইনডোরে আজ ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়েছেন)। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে জেলা প্রশাসনের। এদিকে, তৃণমূলের তরফে রবিবার জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে দলের কো-অর্ডিনেটর ও বিধায়ক অজিত মাইতি, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, জেলা সভাপতি সুজয় ও আশিস হুদাইত-দের উপস্থিতিতে। সবমিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে খড়্গপুর-মেদিনীপুরে এখন শেষ মুহূর্তের তৎপরতা পুলিশ, প্রশাসন ও শাসকদলের তরফে। (বিকেল ঠিক ৪ ৩৫ মিনিটে খড়্গপুর শিল্পতালুকে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।)

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement) :

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):