মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর:”দশ কুড়ি পঞ্চাশ একশ বছর/ তারপর পায়ে পায়ে আরও পঞ্চাশ/ মেদিনীপুর কলেজ দেড়শ বছর”! সম্প্রতি (১০ অক্টোবর) প্রকাশিত নিজেদের থীমসঙে একথাই বলেছিল দেড়শো বছরে পদার্পণ করতে চলা ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ (স্বশাসিত)। ১৮৭৩ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি শুরু হয়েছিল এই কলেজের পথচলা। বিপ্লবীদের স্মৃতিধন্য সেই মেদিনীপুর কলেজ (স্বশাসিত) নতুন বছরের (২০২২) ৩০ জানুয়ারি তাই ১৫০-তে পদার্পণ করতে চলেছে। আর, সার্ধশতবর্ষের এই সূচনানুষ্ঠানে আসুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চাইছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার সার্ধশতবর্ষ অনুষ্ঠান নিয়ে সম্পন্ন হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর, কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা জানিয়েছেন, “আমরা সবাই আন্তরিকভাবে চাইছি, অবিভক্ত মেদিনীপুরের এই গর্বের শিক্ষাপ্রতিষ্ঠানে একবার আসুন মুখ্যমন্ত্রী। তাঁর হাত দিয়েই সার্ধশতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন হোক, এই মর্মে ইতিমধ্যে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি।” গতকাল বৈঠকে উপস্থিত ছিলেন, অবিভক্ত মেদিনীপুরের তিন মন্ত্রী, যথাক্রমে- ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া, ড. সৌমেন কুমার মহাপাত্র, শ্রীকান্ত মাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা MKDA চেয়ারম্যান দীনেন রায়, ভাইস চেয়ারম্যান প্রদ্যোৎ ঘোষ, মেদিনীপুর পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সৌমেন খান, জিপি সুকুমার পড়িয়া প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান এই মেদিনীপুর কলেজ অবিভক্ত মেদিনীপুরের বিপ্লবীদের ‘আঁতুড়ঘর’ হিসেবে প্রসিদ্ধ। বিপ্লবী দীনেশ গুপ্ত, মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, নির্মলজীবন ঘোষ, প্রদ্যোৎ ভট্টাচার্য- প্রমুখদের স্মৃতিধন্য এই কলেজ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও সারা দেশ তথা এশিয়া মহাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রূপে উজ্জ্বল। ন্যাকের (NAAC) বিচারে A+ গ্রেড পাওয়া এই কলেজ বর্তমানে অটোনমাস বা স্বশাসিত স্বীকৃতি লাভ করেছে। ইউজিসি (University Grants Commission) থেকে পেয়েছে ‘বিশেষ হেরিটেজ’ (Special Heritage) মর্যাদা। ঐতিহ্য আর গরিমার এহেন গর্ভগৃহে একটিবার আসুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই আন্তরিকভাবে চাইছে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ। শনিবার বিকেলে, সার্ধশতবর্ষের অনুষ্ঠান বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কলেজ কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছিল, এই কলেজের একাধিক প্রাক্তনীদের। যে তালিকায় ছিলেন, অবিভক্ত মেদিনীপুরের একাধিক বিধায়ক, মন্ত্রী ও জনপ্রতিনিধিরা। তাঁদের উপস্থিতিতে হয় এই বৈঠক। সেখানে কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা আবেদন জানান, স্বয়ং মুখ্যমন্ত্রী’র হাত ধরেই উদ্বোধিত হোক সার্ধশতবর্ষ অনুষ্ঠান। বৈঠকে উপস্থিত, মেদিনীপুর কলেজের প্রাক্তনী ড. সৌমেন মহাপাত্র, শ্রীকান্ত মাহাত, বিধায়ক দীনেন রায় থেকে শুরু করে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ও রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া সেই আবেদন আন্তরিকভাবে গ্রহণ করেন। তাঁরাও চাইছেন, সারা রাজ্য তথা দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্ধশতবর্ষ অনুষ্ঠান সূচিত হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়েই! উল্লেখ্য যে, ২০২২ এর ৩০ জানুয়ারি মেদিনীপুর কলেজের সার্ধশতবর্ষের অনুষ্ঠান শুরু হবে এবং তা চলবে ২০২৩ এর ৩০ জানুয়ারি পর্যন্ত।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…