দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৫ মার্চ: কলেজের মধ্যেই বসলো বাজার। ক্যাম্পাসের মধ্যেই পড়ুয়াদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্পের বাজার। পোশাকি নাম ‘ক্যাম্পাস বাজার’। অংশ নিলেন মেদিনীপুর কলেজ (অটোনমাস)-এর পড়ুয়ারা। মূলত কলেজ পড়ুয়াদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাঁদের উৎসাহিত করতেই কলেজ কর্তৃপক্ষ শনিবার আয়োজন করল ক্যাম্পাস বাজারের। ক্যাম্পাস বাজারে পড়ুয়াদের ২৮টি স্টল নজর কাড়ল। স্টল গুলির মধ্যে যেমন ছিল বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী, তেমনই ছিল দৈনন্দিন ব্যবহৃত ব্যাগ, বিভিন্ন মাটির মূর্তি, পেন্টিং সহ হারিয়ে যাওয়া গ্রিটিংস কার্ডের সম্ভার। এমনকি, নিউট্রেশন ডিপার্টমেন্টে ছাত্র-ছাত্রীরা স্টল দেন বিভিন্ন পুষ্টিকর খাবারদাবারের উপর। আর সেই স্টল থেকে জিনিস কিনতে রীতিমতো ভিড় জমান কলেজের ছাত্র-ছাত্রী থেকে কলেজ শিক্ষক শিক্ষিকারা।

thebengalpost.net
পড়ুয়াদের বাজার:

জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরের এই ঐতিহাসিক কলেজ ক্যাম্পাস ঘিরে শনিবার উৎসাহ দেখা যায় ছাত্র-ছাত্রীদের মধ্যে। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই অক্লান্ত পরিশ্রম করে পড়ুয়ারা আকর্ষণীয় হস্তশিল্পের সম্ভার মেলে ধরেন। ক্যাম্পাস বাজার নিয়ে কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা বলেন, “মূলত ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে এবং তারা যাতে ভবিষ্যতেও স্বনির্ভর বা স্বাবলম্বী হতে পারে সেই প্রেক্ষিতেই এই ক্যাম্পাস বাজারের আয়োজন। যেখানে কলেজ পড়ুয়ারা আকর্ষণীয় হস্তশিল্পের সম্ভার মেলে ধরেছে।” খুশি পড়ুয়ারাও। তাঁরা বললেন, “এই প্রথম কোনও কলেজে ক্যাম্পাস বাজারের আয়োজন করা হল। নিজেদের হস্তশিল্প নিজেদের কলেজেই প্রদর্শিত হচ্ছে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারেনা।” সহপাঠীদের হাতে তৈরি জিনিসপত্র কিনতে পেরে খুশি কলেজের পড়ুয়ারাও।