Midnapore

Midnapore: ৩৭ বছরের ধারা বজায় রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধিত করল ‘বিপ্লবী মেদিনীপুর টাইমস’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর,১ জুলাই: ঐতিহ্য বজায় রেখে অখণ্ড মেদিনীপুরের অগ্রণী দৈনিক পত্রিকা (Daily News Paper) ‘বিপ্লবী মেদিনীপুর টাইমস’-র ‘৩৭তম মেধা পুরস্কার’ অনুষ্ঠান আয়োজিত হল জেলা শহর মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। রবিবার (৩০ জুন) আয়োজিত এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের পরিচয় দেওয়া পশ্চিম মেদিনীপুর জেলার ‘সেরা ২২’ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার ও আর্থিক বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও, মেদিনীপুর শহরের ৪০ জন পড়ুয়াকে সংবর্ধিত করা হয়। একাদশ শ্রেণীর দুঃস্থ ও মেধাবী ৬৮ জন ছাত্র-ছাত্রীকে বই কেনার জন্য আর্থিক সহায়তা স্বরূপ ৫০০ টাকা তুলে দেওয়া হয়। প্রতি বছরের মতো এবারও ৪৩ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে সারা বছরের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হবে পরবর্তী পর্যায়ে।

ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার ও আর্থিক সহায়তা:

এছাড়াও, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে জেলার নাম উজ্জ্বলকারী ব্যক্তিত্বদেরও সম্মানিত করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। সংবর্ধিত হন- নাট্যব্যক্তিত্ব দুলাল আঢ্য, শিক্ষাব্রতী সুজিত চক্রবর্তী, সঙ্গীতশিল্পী অর্পিতা সেন, নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত, ফুটবলার বর্ণালী মাহাত। বিপ্লবী মেদিনীপুর টাইমস দৈনিকের সঙ্গে যুক্ত থেকে, দীর্ঘদিন সাংবাদিকতার জগতে অবদান রেখে চলে চলা অখণ্ড মেদিনীপুরের ৬ জন সাংবাদিককেও এদিন সম্মাননা প্রদান করা হয়।

ফুটবলার বর্ণালী মাহাত-কে সংবর্ধিত করা হয়:

ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, ‘রাষ্ট্রপতি পুরস্কার’ ও ‘শিক্ষারত্ন’ প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, সাহিত্যিক ও গবেষক ড. মধুপ দে, চিকিৎসক কাঞ্চন ধাড়া, চিকিৎসক ও কাউন্সিলর গোলোক বিহারী মাজি, কাউন্সিলর মৌসুমী হাজরা, কাউন্সিলর ও জাতীয় রেফারি ইন্দ্রজিৎ পানিগ্রাহী, স্পন্দন গ্রুপের ডাইরেক্টর পার্থ প্রতিম পাল প্রমুখ। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক অখিলবন্ধু মহাপাত্র এবং নৃত্য ও বাচিক শিল্পী শতাব্দী গোস্বামী চক্রবর্তী। পত্রিকা সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী বলেন, “১৯৮৬ সাল থেকে বিপ্লবী মেদিনীপুর টাইমসের উদ্যোগে এই মেধা পুরস্কারের আয়োজন করা হচ্ছে জেলা ও শহরের কৃতী পড়ুয়াদের উৎসাহিত করার জন্য। এবারও বহু সহৃদয় মানুষ তথা বিশিষ্টজনদের সহায়তায় এই অনুষ্ঠান সফলভাবে আয়োজিত হয়।”

অনুষ্ঠান মঞ্চে:

অনুষ্ঠান মঞ্চে:

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুর কলেজ রোড থেকে DI অফিসের গলি! মহকুমাশাসকের মধ্যস্থতায় ‘পুনর্বাসন’ মানলেন ফুটপাথ-ব্যবসায়ীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: 'ঐতিহাসিক' মেদিনীপুর কলেজিয়েট স্কুল (Midnapore Collegiate School)…

12 hours ago

Midnapore: “এটা তোরই প্রাপ্য!” মেদিনীপুরে সুজয়-বরণ বক্সীর; মুগ্ধ হয়ে দেখলেন অজিত, দীনেনরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: বার্বাডোজে বিশ্বজয়ের পরই বিরাট, রোহিত-রা আন্তর্জাতিক টি-টোয়েন্টি…

1 day ago

Midnapore: “ঠাকুর ভর করেছে”! তাণ্ডব একদল ছাত্রের, বিজ্ঞান মঞ্চের শিবিরের পরই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মেদিনীপুরের স্কুল-হোস্টেলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই: হঠাৎই এক সহপাঠী তথা সহ-আবাসিক অসুস্থ হয়ে…

1 day ago

Vidyasagar University: AI থেকে ডেটা সায়েন্স কিংবা চিকিৎসা বিজ্ঞানেও ফলিত গণিতের ব্যবহার! দেশ-বিদেশের বিজ্ঞানীরা আলোচনা করলেন VU-র আন্তর্জাতিক সম্মেলনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: ফলিত গণিত (Applied MathemaMathematics) ও তার ব্যবহারিক…

2 days ago

T20 World Cup: অপরাজেয় ভারত! বিশ্বজয়ের পরই ‘বিরাট’ ঘোষণা কোহলি-রোহিতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩০ জুন: 'অপরাজিত' (Unbeaten) থেকেই বিশ্ব-জয় 'অপরাজেয়' ভারতের! বড় ম্যাচে বিরাটের…

4 days ago