দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ:পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, মুড়াকাটা সংলগ্ন গোপালপুরে তৈরি হয়েছে জীববৈচিত্র্য পার্ক বা ‘বায়োডাইভারসিটি পার্ক’ (Biodiversity Park)। মেদিনীপুর গ্রামীণ এলাকার প্রায় ২৩ একর জমিতে পাথুরে ও মোরাম মাটিকে কেটে এই বায়োডাইভারসিটি পার্ক তৈরি করা হয়েছে। শনিবার পার্কটি পরিদর্শন করলেন রাজ্যের বায়োডাইভারসিটি বোর্ডের চেয়ারম্যান ড. হিমাদ্রি শেখর দেবনাথ। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতেই এই পার্ক গড়ে তোলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন, “আমাদের ইচ্ছে আছে রাজ্যের প্রতিটি ব্লকেই ন্যূনতম একটি করে বায়ো ডাইভারসিটি পার্ক তৈরি করার।” উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে ইতিমধ্যে ‘প্রত্যুষা’ নামে সুবিশাল একটি বায়োডাইভারসিটি পার্ক তৈরি হয়েছে। এবার, জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠেও গড়ে উঠলো এই ধরনের পার্ক। জেলার অন্যত্র কয়েকটি এলাকাতেও এই ধরনের পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

thebengalpost.net
জলাশয় পরিদর্শন:

প্রসঙ্গত, গোপালপুরের এই পার্কে সাধারণ গাছপালা ছাড়াও হারিয়ে যাওয়া বহু গাছপালা দেখা যাবে। সচরাচর দেখা যায় না, এমন সব গাছ লাগানো হয়েছে এই পার্কের মধ্যে। নতুন প্রজন্মকে হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচয় করাতে এই পার্ক তৈরি করা হয়েছে। প্রায় ২৩ একর জমিতে এই পার্ক তৈরি সম্পন্ন প্রায়। পার্কের মধ্যে ‘অভায়ারণ্য’ এর মত একটি অভয়া পুকুর তৈরি করা হবে বলে জানানো হয়েছে। সেখানে হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া কয়েকশো প্রজাতির বিভিন্ন রকম মাছ ছাড়া হবে। ইতিমধ্যে, উপযুক্ত পরিবেশে একটি পুকুর তৈরি করা হয়েছে। শনিবার এই পার্কের শেষ পর্যায়ের কাজ খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন ওয়েস্টবেঙ্গল বায়োডাইভারসিটি বোর্ড এর চেয়ারম্যান ড: হিমাদ্রি শেখর দেবনাথ। পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখে কথা বলেন দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে। চেয়ারম্যান বলেন, “পার্কটি বিনোদন, সংরক্ষণ এবং পুরনো হারিয়ে যাওয়া জীব বৈচিত্রকে ফিরিয়ে আনার জন্য তৈরি করা হয়েছে। সাধারণভাবে যে সমস্ত গাছপালাকে দেখা যায় না সেগুলিকে এই পার্কের মধ্যে বড় করা হচ্ছে। পার্কের মধ্যে একটি অভয়া পুকুর তৈরি করা হবে। ইতিমধ্যে আমাদের বাংলায় সতেরোশো প্রজাতির মাছ দেখা যেত। যা অধিকাংশই এখন আর দেখা যায় না। সেই ধরনের মাছকে ছাড়া হবে এই পুকুরে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জীববৈচিত্র্য চেনাতে এই পার্কের গুরুত্ব হবে অপরিসীম।”

thebengalpost.net
গাছগাছালি পরিদর্শন:

thebengalpost.net
পার্কের সৌন্দর্য: