দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: ২১-টি দেশ জুড়ে ব্যবসা! শুধু ভারতেই ৫০০’র বেশি বিপণি (শোরুম) আছে এই আন্তর্জাতিক সংস্থার। শহর কলকাতায় আছে একাধিক শোরুম। পশ্চিম মেদিনীপুরের ‘রেল শহর’ খড়্গপুরেও গত বছর পুজোর ঠিক আগে এই সংস্থার বিপণি-র উদ্বোধন হয়েছে। এবার, জেলা শহর মেদিনীপুরেও নাম লেখালো আন্তর্জাতিক সংস্থা ম্যাক্স (Max)। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টা নাগাদ শহরের ক্ষুদিরাম নগর এলাকায় (পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ঠিক উল্টো দিকে) তাদের নতুন বিপণি (শোরুম)-র উদ্বোধন হল। হাজির হয়েছিলেন সংস্থার সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) রাজীব মুখার্জি সহ অন্যান্য কর্তারা।

thebengalpost.net
বিজ্ঞাপন:

পুজোর আগে মেদিনীপুর শহরে জামাকাপড়ের নতুন এই শোরুমের উদ্বোধন ঘিরে এলাকাবাসীদের মধ্যে সকাল থেকেই ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। প্রথম ৪০০ জন ক্রেতার জন্য উপহারের ব্যবস্থাও রেখেছেন ম্যাক্স কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, এক বছর আগে খড়গপুরে নিজেদের শাখা খুলেছিল ম্যাক্স। শুক্রবার মেদিনীপুর শহরের ক্ষুদিরাম নগর এলাকায় জেলা পরিষদের ঠিক উল্টোদিকে নিজেদের শাখা খুললো এই আন্তর্জাতিক সংস্থা। অত্যাধুনিক সমস্ত জামাকাপড়ের আকর্ষণীয় সম্ভার ছাড়াও ব্যাগ, বেল্ট, সানগ্লাস সহ সাজসজ্জার নিত্যনতুন পসরায় সাজানো তাঁদের এই শোরুম, এমনটাই জানিয়েছেন সংস্থার কর্তারা।

অন্যদিকে, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা ছাড়াই একের পর এক শোরুমের উদ্বোধনের ফলে জেলা শহর মেদিনীপুরে ব্যাপক যানজট তৈরি হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। কিছুদিন আগেই রবীন্দ্রনগর এলাকায় জুতোর শোরুম শ্রীলেদার্সের উদ্বোধনের পর, শহরের বড় রাস্তার পাশেই ম্যাক্স শোরুমের উদ্বোধন হওয়ার ফলে ওই এলাকাতে যানজট তৈরি হতে পারে বলে শহরবাসীর অনুমান। তবে, ম্যাক্স কর্তৃপক্ষ এদিন জানিয়েছেন, “অসুবিধা হবে না। পার্কিংয়ের জন্য আমরা পর্যাপ্ত জায়গা রেখেছি।” তা সত্ত্বেও শহর জুড়ে পার্কিং ব্যবস্থা তথা যানজট নিয়ে পৌরসভা, প্রশাসন সহ সকলকেই এক বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে সম্প্রতি সমাজমাধ্যমে করা একটি পোস্ট! খোদ শাসকদলের এক যুব নেতা সেই পোস্টে প্রশ্ন তুলেছেন- “এই মার্কেট কমপ্লেক্স গুলো মেদিনীপুর শহরে ওপেন হচ্ছে বা হয়েছে, বেশ ভালো। কিন্তু, পার্কিং ছাড়াই! এতে তো সেই রাস্তার উপরে চারচাকা বা দু’চাকা বা টোটো দাঁড়িয়ে থাকবে, আর রাস্তা জ্যাম হবে। একেই শহরের প্রধান রাস্তা গুলো ছোটো হতে হতে ১৫-ফুটে এসে দাঁড়িয়েছে। আর কত নিচে নামবো আমরা?” বিষয়টি নিয়ে সব মহলেই ভাবার সময় এসেছে বলে মত শহরের সচেতন নাগরিকদেরও।

thebengalpost.net
নতুন শোরুমের উদ্বোধন ঘিরে উন্মাদনা: