দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: “সবার উপরে মানুষ সত্য/ তাহার উপরে নাই।” বৈষ্ণব কবি চন্ডীদাসের এই মর্মবাণী যুগে যুগে সমান প্রাসঙ্গিক। জেলা শহর মেদিনীপুরের সুপ্রতিষ্ঠিত সমাজকর্মী অনয় মাইতি’র মতো অনেকেই কবির সেই বাণীকেই জীবন পথের পাথেয় করে এগিয়ে চলেন। শহর মেদিনীপুর প্রায় এক দশকের বেশি সময় ধরে সমাজকর্মী অনয়ের মানবসেবার পরিচয় পেয়ে আসছে। এবার, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর থেকে প্রায় ৪০-৫০ কিলোমিটার দূরে অবস্থিত কেশপুরের কাপাসটিকরি এলাকায় বাসন্তী পুজোতে আমন্ত্রিত হয়েও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তিনি। বিশেষভাবে সক্ষম মানুষজনের হাতে তুলে দিলেন তাঁদের পথ চলার সম্বল স্বরূপ ট্রাই সাইকেল ও হুইল চেয়ার।
প্রসঙ্গত, কেশপুর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে কাপাসটিকরি নামে এক প্রত্যন্ত গ্রামে বাসন্তী পুজোর রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে শুক্রবার আয়োজিত হলো রক্তদান শিবির এবং বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠান। গত পাঁচ দিন ধরে এই উৎসবে মেতেছেন এলাকার মানুষ। শুক্রবার অন্নকূট অনুষ্ঠানে ৩০ থেকে ৩২ টি গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। এই উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে, মেদিনীপুর শহরের ৯ নং ওয়ার্ড নাগরিক উন্নয়ন সমিতির সম্পাদক অনয় মাইতি দু’টি হুইলচেয়ার এবং একটি ট্রাই সাইকেল প্রদান করেন। স্বাভাবিকভাবেই খুশি অসহায় মানুষগুলি। ক্লাব কর্তা সহ গ্রামের মানুষজন ধন্যবাদ জানিয়েছেন মেদিনীপুর শহরের এই বিশিষ্ট সমাজকর্মীকে। তবে, অনয় জানান, মানুষের পাশে থাকতে তিনি ভালোবাসেন। একজন মানুষ হিসেবে এটা তাঁর সামাজিক কর্তব্য বলেও মনে করেন। ভবিষ্যতেও এভাবেই তিনি অসহায় মানুষজনের পাশে যথাসাধ্য থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।