দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: তৃণমূলের ‘জনপ্রিয়’ প্রার্থী জুন মালিয়া-র বিরুদ্ধে ‘লড়াকু’ মহিলা-মুখ চাই! এই এজেন্ডাতেই মেদিনীপুর লোকসভার ‘বিদায়ী’ সাংসদ দিলীপ ঘোষ-কে এবার অন্যত্র প্রার্থী করার বিষয়ে ‘অনড়’ বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। গোপন সমীক্ষাতেও নাকি কয়েক হাজার ভোটে এই লোকসভা আসনে পিছিয়ে ছিলেন দিলীপ। তাই, ভাবা হয়েছিল প্রাক্তন IPS ভারতী ঘোষের কথা। তবে, তৃণমূল আমলের ‘প্রাক্তন’ পুলিশ সুপার (পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার) ভারতী-কে মানতে নারাজ মেদিনীপুর-খড়্গপুরের সংখ্যাগরিষ্ঠ বিজেপি নেতা-কর্মী। জল্পনায় ভারতী-র নাম উঠে আসার পরই শনিবার গর্জে উঠেছিলেন বিজেপি-র সক্রিয় কর্মী-সমর্থকরা। স্মরণ করিয়ে দিয়েছিলেন অতীতের (২০১৫-‘১৭) কথা! অগ্যতা ‘বিতর্কিত’ ভারতী-কে নাকি মেদিনীপুর নয়, সন্দেশখালি ইস্যুতে এই মুহূর্তে ‘বিতর্কের কেন্দ্রবিন্দুতে’ থাকা বসিরহাটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। আর, জনপ্রিয় জুনের বিরুদ্ধে লড়াই করার জন্য আসানসোল থেকে উড়িয়ে আনা হচ্ছে বিজেপি-র ‘লড়াকু’ রাজ্য নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (পাল)-কে!
জনপ্রিয় অভিনেত্রী জুনের বিরুদ্ধে নামকরা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালেই নাকি শেষ পর্যন্ত আস্থা রাখতে চলেছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব! আর কয়েক ঘন্টা পরই অবশ্য সমস্ত জল্পনার অবসান ঘটে যাবে বলে বিজেপি-র রাজ্য নেতৃত্বের একটি সূত্রে জানা গেছে। অন্যদিকে, মেদিনীপুরের সাংসদ (বিদায়ী) দিলীপ ঘোষ-কে এবার পাঠানো হবে বর্ধমান-দুর্গাপুর আসনে। এলাকার বিদায়ী সাংসদ এস.এস আলুয়ালিয়া-কে এবার টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি! সন্দেশখালির মহিলাদের হয়ে লড়াই করার জন্য প্রাক্তন আইপিএস ভারতী-র উপর দায়িত্ব দিতে চলেছে বিজেপি। তাই, বসিরহাট লোকসভা আসনের ‘সম্ভাব্য’ প্রার্থী পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী করতে পারে রাজবাড়ির সদস্যা অমৃতা রায়কে। সূত্রের খবর, বিবেচনায় রয়েছে অসীম সরকারের নামও। সদ্য ইস্তফা দেওয়া আইপিএস দেবাশিস ধরকে বীরভূম থেকে প্রার্থী করতে পারে বিজেপি। জল্পনায় আছে দুধকুমার মন্ডলের নামও। কলকাতা দক্ষিণে বিজেপির আলোচনায় দুটি নাম রয়েছে। ওই কেন্দ্রের আলোচনায় রয়েছে রুদ্রনীল ঘোষ এবং বৈশাখী ডালমিয়ার নাম। কলকাতা উত্তরে তৃণমূল থেকে যাওয়া তাপস রায়কে প্রার্থী করতে পারে বিজেপি।
ব্যারাকপুরে প্রার্থী করা হতে পারে সদ্য তৃণমূল থেকে ফেরা অর্জুন সিংহকে। দার্জিলিংয়ে টিকিট দেওয়া হতে পারে প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রিংলাকে। রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীকেই ফের প্রার্থী করতে পারে বিজেপি। তমলুক থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টিকিট পাওয়া প্রায় নিশ্চিত। বর্ধমান পূর্বে বিজেপির প্রার্থী হতে পারেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। আরামবাগ থেকে সম্ভাব্য বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। দমদম কেন্দ্রে শীলভদ্র দত্তকে প্রার্থী করতে পারে বিজেপি। জঙ্গিপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী ‘সুবক্তা‘ মাফুজা খাতুন। অন্যদিকে, ঝাড়গ্রাম আসনে এবার প্রার্থী হতে চলেছেন তরুণ চিকিৎসক ডঃ প্রণত টুডু। শনিবার তাঁর গ্রাম (জন্মস্থান) তথা শালবনী বিধানসভার গোয়ালতোড় ৩ মন্ডলের জিরাপাড়া অঞ্চলের দোবাটী এলাকা থেকে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে বিজেপি যুব মোর্চা। বিষয়টি বেশ ইঙ্গিতবহ হলেও, প্রার্থীর নাম অবশ্য লেখা হয়নি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবমোর্চার নেতা বিজয় সিং, সৌমেন ঘোষ, কিষান মোর্চার পশুপতি দেবসিংহ, মন্ডল সভাপতি স্বপন মান্না, মন্ডল যুব সভাপতি চঞ্চল চক্রবর্তী প্রমুখ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…