Midnapore

Midnapore: মেদিনীপুরে জুনের বিরুদ্ধে অগ্নিমিত্রা! ভারতী বসিরহাট আর দিলীপ বর্ধমান-দুর্গাপুরে? ঝাড়গ্রামে প্রণত টুডুর গ্রাম থেকেই শুরু দেওয়াল লিখন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: তৃণমূলের ‘জনপ্রিয়’ প্রার্থী জুন মালিয়া-র বিরুদ্ধে ‘লড়াকু’ মহিলা-মুখ চাই! এই এজেন্ডাতেই মেদিনীপুর লোকসভার ‘বিদায়ী’ সাংসদ দিলীপ ঘোষ-কে এবার অন্যত্র প্রার্থী করার বিষয়ে ‘অনড়’ বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। গোপন সমীক্ষাতেও নাকি কয়েক হাজার ভোটে এই লোকসভা আসনে পিছিয়ে ছিলেন দিলীপ। তাই, ভাবা হয়েছিল প্রাক্তন IPS ভারতী ঘোষের কথা। তবে, তৃণমূল আমলের ‘প্রাক্তন’ পুলিশ সুপার (পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার) ভারতী-কে মানতে নারাজ মেদিনীপুর-খড়্গপুরের সংখ্যাগরিষ্ঠ বিজেপি নেতা-কর্মী। জল্পনায় ভারতী-র নাম উঠে আসার পরই শনিবার গর্জে উঠেছিলেন বিজেপি-র সক্রিয় কর্মী-সমর্থকরা। স্মরণ করিয়ে দিয়েছিলেন অতীতের (২০১৫-‘১৭) কথা! অগ্যতা ‘বিতর্কিত’ ভারতী-কে নাকি মেদিনীপুর নয়, সন্দেশখালি ইস্যুতে এই মুহূর্তে ‘বিতর্কের কেন্দ্রবিন্দুতে’ থাকা বসিরহাটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। আর, জনপ্রিয় জুনের বিরুদ্ধে লড়াই করার জন্য আসানসোল থেকে উড়িয়ে আনা হচ্ছে বিজেপি-র ‘লড়াকু’ রাজ্য নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (পাল)-কে!

অগ্নিমিত্রা পল (ছবি- ফেসবুক):

বিজ্ঞাপন (Advertisement):

জনপ্রিয় অভিনেত্রী জুনের বিরুদ্ধে নামকরা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালেই নাকি শেষ পর্যন্ত আস্থা রাখতে চলেছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব! আর কয়েক ঘন্টা পরই অবশ্য সমস্ত জল্পনার অবসান ঘটে যাবে বলে বিজেপি-র রাজ্য নেতৃত্বের একটি সূত্রে জানা গেছে। অন্যদিকে, মেদিনীপুরের সাংসদ (বিদায়ী) দিলীপ ঘোষ-কে এবার পাঠানো হবে বর্ধমান-দুর্গাপুর আসনে। এলাকার বিদায়ী সাংসদ এস.এস আলুয়ালিয়া-কে এবার টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি! সন্দেশখালির মহিলাদের হয়ে লড়াই করার জন্য প্রাক্তন আইপিএস ভারতী-র উপর দায়িত্ব দিতে চলেছে বিজেপি। তাই, বসিরহাট লোকসভা আসনের ‘সম্ভাব্য’ প্রার্থী পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী করতে পারে রাজবাড়ির সদস্যা অমৃতা রায়কে। সূত্রের খবর, বিবেচনায় রয়েছে অসীম সরকারের নামও। সদ্য ইস্তফা দেওয়া আইপিএস দেবাশিস ধরকে বীরভূম থেকে প্রার্থী করতে পারে বিজেপি। জল্পনায় আছে দুধকুমার মন্ডলের নামও। কলকাতা দক্ষিণে বিজেপির আলোচনায় দুটি নাম রয়েছে। ওই কেন্দ্রের আলোচনায় রয়েছে রুদ্রনীল ঘোষ এবং বৈশাখী ডালমিয়ার নাম। কলকাতা উত্তরে তৃণমূল থেকে যাওয়া তাপস রায়কে প্রার্থী করতে পারে বিজেপি।

প্রচারে জুন মালিয়া :

ব্যারাকপুরে প্রার্থী করা হতে পারে সদ্য তৃণমূল থেকে ফেরা অর্জুন সিংহকে। দার্জিলিংয়ে টিকিট দেওয়া হতে পারে প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রিংলাকে। রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীকেই ফের প্রার্থী করতে পারে বিজেপি। তমলুক থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টিকিট পাওয়া প্রায় নিশ্চিত। বর্ধমান পূর্বে বিজেপির প্রার্থী হতে পারেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। আরামবাগ থেকে সম্ভাব্য বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। দমদম কেন্দ্রে শীলভদ্র দত্তকে প্রার্থী করতে পারে বিজেপি। জঙ্গিপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী ‘সুবক্তা‘ মাফুজা খাতুন। অন্যদিকে, ঝাড়গ্রাম আসনে এবার প্রার্থী হতে চলেছেন তরুণ চিকিৎসক ডঃ প্রণত টুডু। শনিবার তাঁর গ্রাম (জন্মস্থান) তথা শালবনী বিধানসভার গোয়ালতোড় ৩ মন্ডলের জিরাপাড়া অঞ্চলের দোবাটী এলাকা থেকে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে বিজেপি যুব মোর্চা। বিষয়টি বেশ ইঙ্গিতবহ হলেও, প্রার্থীর নাম অবশ্য লেখা হয়নি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবমোর্চার নেতা বিজয় সিং, সৌমেন ঘোষ, কিষান মোর্চার পশুপতি দেবসিংহ, মন্ডল সভাপতি স্বপন মান্না, মন্ডল যুব সভাপতি চঞ্চল চক্রবর্তী প্রমুখ।

ঝাড়গ্রামের দোবাটী গ্রামে বিজেপি-র দেওয়াল লিখন:

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

23 hours ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

1 day ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago