দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: দুঃস্থ ও অসহায় মানুষজনদের জন্য দিন কয়েক আগেই জেলা শহর মেদিনীপুরের বিধাননগর এলাকায় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে (মূলত সমাজকর্মী বজরংলাল আগরওয়ালের উদ্যোগে) টোটো অ্যাম্বুলেন্স বা ই-অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর শহরেও একটি পরিবারের উদ্যোগে এবং সংগঠনের পরিচালনায় এই পরিষেবা দরিদ্র জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা হল। খড়্গপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ওই পরিবারের তরফে শহর খড়্গপুরের অত্যন্ত পরিচিত মুখ তথা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব অনিল দাস (ওরফে, ভীম দা) বলেন, দূষণে পরিপূর্ণ খড়গপুর শহরে ব্যাটারিচালিত এই টোটো অ্যাম্বুলেন্স বা ই-অ্যাম্বুলেন্স একদিকে যেমন দূষণ কমাতে সহায়তা করবে; ঠিক তেমনই গরীব মানুষেরা সামান্য খরচেই পরিবারের অসুস্থ সদস্যকে খড়্গপুর বা মেদিনীপুরের কোনো হাসপাতালে নিয়ে যেতে পারবেন।
গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) অনিল দাসের নাতনি ত্রিধারা-র অন্নপ্রাশন উপলক্ষে দাস পরিবারের তরফে শহরবাসীর স্বার্থে এই ই-অ্যাম্বুলেন্স বা টোটো অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করা হয়। শহরের সুপরিচিত সামাজিক সংগঠন যতীন মিত্র স্মৃতি রক্ষা কমিটির হাতে ৬ ফুটের এই ব্যাটারিচালিত ই-অ্যাম্বুলেন্সটি তুলে দেওয়া হয়। ওই সংগঠনের তরফেই এই পরিষেবা প্রদান করা হবে বা পরিচালনা করা হবে। শহরের দূষণ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব তথা আমরা বামপন্থী, খড়্গপুর সংগঠনের সম্পাদক অনিল দাস জানান, দূষণে এই মুহূর্তে গোটা রাজ্যের মধ্যে শীর্ষে আছে রেল শহর খড়্গপুর। সেক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স শহরের দূষণ কমাতে যেমন সহায়তা করবে, ঠিক তেমনই দরিদ্র মানুষজনও উপকৃত হবেন। উল্লেখ্য যে, অনিল দাসের বাবা স্বর্গীয় অনন্ত দাস ও মা স্বর্গীয়া গৌরী দাসের স্মৃতিতে এই ‘উপহার’ তুলে দেওয়া হয় সামাজিক সংগঠন যতীন মিত্র স্মতি রক্ষা কমিটির হাতে। কমিটির তরফে শ্যামল ঘোষ বলেন, “দূষণে পরিপূর্ণ খড়গপুর শহরের বাসিন্দাদের জন্য এর থেকে ভাল উপহার আর কি হতে পারে!”