Midnapore

Midnapore: জেলাবাসীর দাবি মেনেই মেদিনীপুর শহরে বাস প্রবেশের রুট পরিবর্তন! দেখে নিন একনজরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: জেলাবাসী তথা সংশ্লিষ্ট বিভিন্ন মহলের দাবি মেনে আজ, শুক্রবার (১৪ জুন) থেকেই মেদিনীপুর শহরে বাস ঢোকা (প্রবেশ) ও বেরোনোর রুট পরিবর্তন করা হল। গত ১০ জুন মেদিনীপুর পৌরসভাতে এই সংক্রান্ত একটি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ (১৪ জুন) থেকেই খড়্গপুর, দীঘা, কলকাতা, হলদিয়া সহ বিভিন্ন রুটের বাস মেদিনীপুর শহরের আমতলা, নতুন বাজার, জগন্নাথ মন্দির, জজ কোর্ট, কেরানিটোলা, কালেক্টরেট হয়ে সেন্ট্রাল বাসস্ট্যান্ডে প্রবেশ করেছে। শুধুমাত্র লালগড়, গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড এবং আনন্দপুর রুটের বাসগুলি কেরানীচটি, আবাস, কুইকোটা (কালী মন্দির), গোলাপীচক, তাঁতিগেড়িয়া, অশোকনগর হয়ে মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে প্রবেশ করেছে। ঝাড়গ্রাম, ধেড়ুয়া রুটের বাস যথারীতি আগের মতোই রাঙামাটি, কেরানিটোলা দিয়ে বাসস্ট্যান্ডে প্রবেশ করবে।

কুইকোটা, গোলাপীচক রাস্তায়:

অপরদিকে, মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে বেরোনোর সময় সমস্ত বাসই কালেক্টরেট, ওল্ড এলআইসি, সিপাইবাজার, কুইকোটা, আবাস, কেরানীচটি হয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এফসিআই ট্রাক শহরের মধ্যে প্রবেশ করবেনা আজ (শুক্রবার) থেকেই। সেগুলির প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে আবাস-কুইকোটা-গোলাপীচক-তাঁতিগেড়িয়া। এছাড়াও, আজ, শুক্রবার থেকেই সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেদিনীপুর শহরে যেকোনও মালবাহী বা পণ্যবাহী ট্রাক সহ ভারী, মাঝারি ও ছোটো যানবাহন প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যানজট রুখতে কোনো টোটোকেই শুক্রবার থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সামনে যেতে দেওয়া হয়নি। টোটোর রুট বেঁধে দেওয়া হয়েছে, এলআইসি থেকে বার্জ টাউন, ফকির কুঁয়া হয়ে মেদিনীপুর স্টেশন বা অশোকনগর। ফেরার পথে টোটোগুলি বাসস্ট্যান্ডের রাস্তা দিয়ে এলআইসি আসতে পারবে, তবে মাঝপথে কোথাও দাঁড়ানো যাবেনা। অটোর ক্ষেত্রে বাসস্ট্যান্ডের সামনে দাঁড়াতে পারবে। কিন্তু, টোটোগুলিকে মঙ্গল পান্ডে সরনী থেকে বার্জটাউন হয়েই যেতে হবে। নির্দেশিকাতে এমনটাই জানানো হয়েছে। শহর মেদিনীপুরে প্রতিদিন নানা কাজে আসা জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের দাবি মেনেই এই রুট পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান এবং জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মৃগাঙ্ক মাইতি। তাঁরা এও জানিয়েছেন, “আজ (শুক্রবার) যে সমস্ত ছোটখাটো সমস্যা হয়েছে, আগামীদিনে সেগুলিরও সমাধান করার চেষ্টা করা হবে। একইসঙ্গে অবৈধ বা অতিরিক্ত টোটোর ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

একনজরে:
১) লালগড়, গোয়ালতোড় (ভায়া – পিড়াকাটা) রুটের বাস :-
প্রবেশ :- কেরানিচটি, আবাস, কুইকোটা, গোলাপীচক, তাঁতিগেড়িয়া, অশোকনগর, মেদিনীপুর সেন্ট্রাল, বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
২) আনন্দপুর রুটের বাস :-
প্রবেশ:- কেরানিচটি, আবাস, কুইকোটা, গোলাপীচক, তাঁতিগেড়িয়া, অশোকনগর, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
৩) বিষ্ণুপুর, গড়বেতা, চন্দ্রকোনা রোড রুটের বাস :-
প্রবেশ :- কেরানিচটি, ধর্মা, আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
৪) ঘাটাল, কেশপুর, আরামবাগ, তারকেশ্বর, বর্ধমান রুটের বাস :-
প্রবেশ :- আমতলা, জগন্নাথ মন্দির, জজ কোর্ট, কেরানিটোলা, কালেক্টরেট, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি, ধর্মা।
৫) কোলকাতা, হাওড়া, হলদিয়া, মেছেদা, ময়না, পটাশপুর, ডেবরা, বসন্তপুর রুটের বাস :-
প্রবেশ :- আমতলা, জগন্নাথ মন্দির, জজ কোর্ট, কেরানিটোলা, কালেক্টরেট, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
৬) দীঘা, কাঁথি, ইটাবেড়িয়া, এগরা, দাঁতন, বেলদা, খড়গপুর রুটের বাস :-
প্রবেশ :- আমতলা, জগন্নাথ মন্দির, জজ কোর্ট, কেরানিটোলা, কালেক্টরেট, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
৭) খড়িকা, গোপীবল্লভপুর, লোধাশুলী রুটের বাস :-
প্রবেশ :- আমতলা, জগন্নাথ মন্দির, জজ কোর্ট, কেরানিটোলা, কালেক্টরেট, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
৮) ধেড়ুয়া রুটের বাস :-
প্রবেশ:- রাঙামাটি, কেরানিটোলা, কালেক্টরেট, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, কালেক্টরেট (ক্ষুদিরাম মোড়), কেরানিটোলা, রাঙামাটি।

জেলাবাসীর দাবি মেনে সিদ্ধান্ত বাস ওনার্স অ্যাসোসিয়েশন ও মেদিনীপুর পৌরসভার:

News Desk

Recent Posts

Dayananda Garani: বিশ্বজয়ী দলের একমাত্র বাঙালি প্রতিনিধি! মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ দয়ানন্দকে রাজকীয় সংবর্ধনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ৬ জুলাই: ভারতের বিশ্বজয়ী দলে বাংলার কোনও 'ক্রিকেটার' না…

3 hours ago

Digha Jagannath Mandir: কিছু কাজ এখনও বাকি, আগামী বছর থেকেই পুরীর আদলে দীঘার রথযাত্রা অনুষ্ঠিত হবে; স্পষ্ট করলেন মমতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ৫ জুলাই: "কিছু অন্যরকম কথা শোনা গেলেও প্রকৃত বাস্তব…

18 hours ago

Jhargram: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা উদ্ধার হয়েছিল ঝাড়গ্রামে, নদীর পাড়ে সফলভাবে নিষ্ক্রিয় করল এয়ার ফোর্স ও বম্ব স্কোয়াড

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৫ জুলাই: গত শনিবার (২৯ জুন) ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার ভুলনপুর…

20 hours ago

Primary TET 2014: “প্রয়োজনে IBM, TCS, Wipro কিংবা হ্যাকারদের সাহায্য নিন!” OMR-র দুর্নীতির রহস্যভেদে CBI-কে কড়া নির্দেশ বিচারপতি মান্থার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৫ জুলাই: প্রাথমিকে নিয়োগ মামলায় OMR শিট বা উত্তরপত্রের গুরুত্ব অপরিসীম।…

1 day ago

IIT Kharagpur: একাধিক শূন্যপদে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে IIT খড়্গপুর, আবেদন করুন ২৩ জুলাইয়ের মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের একটি গবেষণামূলক প্রকল্পে কাজের সুযোগ রয়েছে…

1 day ago

T20 World Champion: মেরিন ড্রাইভে জনসমুদ্রে ভাসলেন রোহিতরা; ওয়াংখেড়েতে স্মৃতির সাগরে ডুব দিলেন দ্রাবিড়-কোহলি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৫ জুলাই: বিমানবন্দরে 'ওয়াটার স্যালুট' দিয়ে শুরু। মেরিন ড্রাইভে বিশাল জনসমুদ্রের…

2 days ago