দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: ‘অভয়া’ বা ‘তিলোত্তমা’-র বিচার না মেলা পর্যন্ত রবিবারও ছুটি নেবেন না তাঁরা! সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মধ্য দিয়েই প্রতিবাদের ধ্বনি পৌঁছে দিতে চান সরকার, সিবিআই তথা সুপ্রিম কোর্টের কাছে! এবার থেকে তাই মেডিক্যাল কলেজে জরুরী পরিষেবা এবং আউটডোরের সমান্তরাল ‘অভয়া ক্লিনিক’ চালানো ছাড়াও, প্রতি রবিবার শহরের বিভিন্ন প্রান্তেও ‘অভয়া ক্লিনিক’ নিয়ে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা।

thebengalpost.net
হবিবপুরে ‘অভয়া ক্লিনিক’:

আজ, রবিবার, মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় অনুষ্ঠিত শিবিরের মধ্য দিয়েই এই কর্মসূচির শুভ সূচনা হল। এদিন সকাল ১০টা নাগাদ হবিবপুরের (মেদিনীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে) বিদ্যুৎ বাহিনী ক্লাবে জুনিয়র চিকিৎসকদের এই বিনামূল্যের স্বাস্থ্য শিবির শুরু হয়। এই শিবিরে বা অভয়া ক্লিনিকে মেডিসিন, সার্জারি, ইএনটি, পেডিয়াট্রিক (শিশু), গাইনোকলজি (প্রসূতি)- প্রভৃতি বিভাগের জুনিয়র চিকিৎসকেরা (জুনিয়র রেসিডেন্ট ও ইন্টার্নরা) স্বাস্থ্য পরিষেবা দেন। সেই সঙ্গে বিনামূল্যে প্রেসার, সুপার টেস্ট ও প্রয়োজনীয় ওষুধপত্রও দেওয়া হয়। শিবির চলে বেলা দুটো অবধি।

জুনিয়র চিকিৎসকদের এই শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উপস্থিত হয়েছিলেন মেডিক্যাল সার্ভিস সেন্টারের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ডঃ সমীর মান্না। ছিলেন ক্লাবের কর্মকর্তারাও। পেডিয়াট্রিক বিভাগের রেসিডেন্ট সোহম পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি পরিষেবাতে যোগ দিয়েছি। সেই সঙ্গে আউটডোরের সমান্তরাল ‘অভয়া ক্লিনিক’ চালাচ্ছি। আউটডোরে পরিষেবা দিচ্ছেন সিনিয়র চিকিৎসকেরা। আমরা আউটডোরের বাইরে সমান্তরালভাবে ‘অভয়া ক্লিনিক’ চালাচ্ছি। এবার থেকে ছুটির দিনেও অর্থাৎ রবিবারও আমরা বসে থাকব না! শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে বিনামূল্যে ‘অভয়া ক্লিনিক’-র মধ্য দিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেব। এটাও আমাদের প্রতিবাদেরই একটা অঙ্গ। যতদিন না আমরা ন্যায়বিচার পাচ্ছি, ততদিন এভাবেই আমরা প্রতিবাদ চালিয়ে যাব। ঠিক একইভাবে, প্রতিবাদের আগুনটা আমরা নিভতে দিতে চাইনা সাধারণ মানুষের হৃদয় থেকেও!”

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):