ভয়াবহ আগুন:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: কলকাতা থেকে উড়িষ্যার বারিপাদাগামী যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন! শুক্রবার রাত্রি ন’টা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের মাদপুরে জাতীয় সড়কের উপর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। জানা যায়, ওই বাসে কমবেশি ৪০ জন যাত্রী ছিলেন। অনেকেই জানালা ভেঙে ঝাঁপ দেন। সব মিলিয়ে ৩১ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। ৩-৪ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় সূত্র ও উদ্ধার হওয়া বাস-যাত্রীদের মারফত জানা গেছে, বাসের ইঞ্জিনে প্রথমে আগুন লাগে। চালক বুঝতে পেরেই বাসটিকে জাতীয় সড়কের ধারে দাঁড় করিয়ে দেন। দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। সেই সময়ই জানালা ভেঙে কয়েকজন যাত্রী লাভ দেন। বাসের এমার্জেন্সি দরজাও খুলে দেওয়া হয়। এদিকে, খবর পেয়েই দ্রুত পৌঁছয় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। ওই বাসের যাত্রী ছিলেন পারাদ্বীপের বাসিন্দা রমেশ সরকার। তিনি বলেন, ‘‘কলকাতা থেকে ব্যবসার জিনিসপত্র কিনে ফিরছিলাম। বাবুঘাট থেকে বিকেল পাঁচটা নাগাদ বাসটি ছাড়ে। রাত্রি ৯টা নাগাদ ১৬নং জাতীয় সড়কের উপর বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসের দরজা বন্ধ থাকায় বেরোতে একটু সমস্যা হয়। কোনও রকম দরজা খুলে বেরিয়ে এসেছি। বাসে অনেক যাত্রী ছিল। আহত হয়েছে কয়েকজন।’’ যদিও সবাই বেরিয়ে আসতে পেরেছেন কি না, বলতে পারেননি রমেশ। এ নিয়ে জেলাশাসক খুরশিদ আলি কাদরি রাত্রি ১০টা নাগাদ জানান, ‘‘একটি ঘটনা ঘটেছে। সেখানে টিম পাঠানো হয়েছে। ঠিক কত জন আহত হয়েছেন, তা এখনই বলা সম্ভব নয়।’’ এদিকে, ঘটনা ঘিরে রাত্রি ১০টা থেকেই চরম তৎপরতা লক্ষ্য করা গেছে মেদিনীপুর মেডিকেল কলেজে। তবে, রাত্রি সাড়ে ১১টা পর্যন্ত কাউকেই পাঠানো হয়নি মেডিকেল কলেজে। আঘাত গুরুতর না হওয়ায় কয়েকজনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। (শনিবার সকালের আপডেট: একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এখনও অবধি তাকে চিহ্নিত করা যায়নি বলেও জানানো হয়েছে।)
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: "আমি যদি অযোগ্য হই...যান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: সুপ্রিম রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর…