মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: ওয়েস্ট মেদিনীপুর অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিকাল সোসাইটি (WMOGS)-র প্রথম কনফারেন্স (WMOGSCON 2023) উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) জেলা শহর মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহে জেলা তথা শহরের বুকে এই প্রথমবার স্ত্রী ও প্রসূতিদের বিভিন্ন জটিল অস্ত্রোপচার সরাসরি দেখানোর বা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। দুই দিন ব্যাপী আয়োজিত এই কনফারেন্সের শেষ দিনে (রবিবার) দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত প্রথিতযশা স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞরা (Gynecologist) শহরের একটি বেসরকারি হাসপাতালে বিভিন্ন জটিল অস্ত্রপচার করেন। আর তা আধুনিক প্রযুক্তি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহে।

thebengalpost.net
বিজ্ঞাপন:

প্রেক্ষাগৃহে উপস্থিত বিভিন্ন চিকিৎসক এবং মেদিনীপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা রবিবার সকাল থেকে বিকেল অবধি এই ধরনের জটিল অস্ত্রপচার স্বচক্ষে প্রত্যক্ষ করে অভিজ্ঞতা অর্জন করেন। এদিনের লাইভ সার্জারি-তে কলকাতা, ভুবনেশ্বর, উত্তরবঙ্গ সহ রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকেরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডঃ আর এন প্রধান, সংগঠনের সর্বভারতীয় শাখার প্রাক্তন সভাপতি ডঃ পি.সি মহাপাত্র, জেলা শাখার সম্পাদক ডঃ মঙ্গল প্রসাদ মল্লিক, সভাপতি ডঃ অনুপ কুমার মল্লিক, ডঃ সব্যসাচী রায়, ডঃ দীপঙ্কর মন্ডল প্রমুখ। উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জ্ঞানীবরানন্দ। শনিবার (১৬ সেপ্টেম্বর) কনফারেন্সের প্রথম দিন তথ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়েছিল। যেখানে কলকাতা, ভুবনেশ্বর সহ রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মেডিকেলের পড়ুয়াদের উদ্দেশ্যে স্ত্রী ও প্রসূতিদের বিভিন্ন জটিল সমস্যার বিষয়ে আলোকপাত করেছিলেন। ‘কন্যা সন্তান রক্ষা করুন’ (বা ‘সেভ গার্ল চাইল্ড’) বার্তাকে সামনে রেখে সংগঠনের এই প্রথম কনফারেন্স (WMOGSCON 2023)-টি ২ দিন ধরে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হয়।

thebengalpost.net
সার্জারির সরাসরি সম্প্রচার: