Literature and Culture

Midnapore: স্বর-আবৃত্তির আয়োজনে মেদিনীপুরে আবৃত্তি ও শ্রুতি নাটকের কর্মশালা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন:জেলাশহর মেদিনীপুরে আবৃত্তি ও শ্রুতি নাটকের একটি কর্মশালার আয়োজন করল শহরের স্বনামধন্য বাচিক-শিল্প সংস্থা স্বর-আবৃত্তি। রবিবার (১২ জুন) তাঁদের আয়োজিত আবৃত্তি ও শ্রুতি নাটকের কর্মশালাটি অনুষ্ঠিত হয় শহরের জেলা পরিষদ প্রেক্ষাগৃহে। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ চক্রবর্তী, ডালিয়া বসু সাহা প্রমুখ। স্বর-আবৃত্তির প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করে। সকাল থেকেই ছোটদের এবং বড়দের দুটি পর্যাযয়ে কর্মশালাটি বিভক্ত ছিল। আবৃত্তির প্রকরণ, স্বর ক্ষেপন,উচ্চারণ,শৈলী,ছন্দ, শ্রুতি নাটকের বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় আলোচনা হয়। কর্মশালার পরে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠান পরিবেশন করেন। ছোটদের বিভাগে রবীন্দ্র-নজরুল, আমার পরিবেশ আবৃত্তির কোলাজগুলি ছিল অনন্য। ‘হাম্বা’ও ‘ক্রেমে ক্রেমে প্রস্থান’ দুটি শ্রুতি নাটক সকলের মন জয় করে নেয়। সান্ধ‍্য সাংস্কৃতিক অনুষ্ঠানে দেবাশিস চক্রবর্তী, কাজল গুপ্ত, ডালিয়া বসু সাহার অনুষ্ঠান ছিল অসাধারণ। সান্ধ্য অনুষ্ঠানে শহরের নানা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। লক্ষণ চন্দ্র ওঝা, জয়ন্ত মন্ডল, সৌমেন ঘোষ, অনিন্দিতা শাসমল, কুমারেশ দে, মণিকাঞ্চন রায়, সুদীপ কুমার খাঁড়া, ফাকরুদ্দিন মল্লিক-রা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

স্বর-আবৃত্তি মেদিনীপুরের শিল্পীরা :

স্বর-আবৃত্তি, মেদিনীপুরের অধ্যক্ষ শুভদীপ বসু বলেন, “আমরা প্রায় প্রতিবছরই এরকম কর্মশালার আয়োজন করে থাকি। উক্ত কর্মশালায় সারাদিন ছেলেমেয়েরা অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করে। আবৃত্তি শিল্পের উন্নতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” স্বর আবৃত্তির পক্ষে মনীষা বসু, দীপক বসু, দীপা বসু- সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রত্যেক কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র বা সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী ঈশিতা চট্টোপাধ্যায়।

কচিকাঁচারা :

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

22 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago