দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ আগস্ট: তালিবান-আতঙ্কের মধ্যেই বিমান হাইজ্যাক করার হুমকি ফোন কলকাতা বিমানবন্দরে! বুধবার সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৭ টার মধ্যে কলকাতা বিমানবন্দরের ভিতরে এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাক করার হুমকি আসে দমদম এয়ারপোর্টে। সূত্রের খবর, বাংলাতেই এক ব্যক্তি বলে আপনাদের বিমান হাইজ্যাক করা হবে! তারপরই বিমানবন্দরের নিরাপত্তা মজবুত করা হয় এবং তল্লাশি চালানো হয় বলে খবর। তারপরই অবশ্য ওই ফোন নম্বর ট্রেস রাত্রি সাড়ে দশটা নাগাদ এক ব্যক্তিকে আটক করা হয়!

thebengalpost.in
আতঙ্ক কলকাতা বিমানবন্দরে :

বিমানবন্দর সূত্রে খবর, সন্ধ্যা ৭ টার কিছু পরেই এয়ার ইন্ডিয়ার অফিসের ল্যান্ড লাইন নম্বরে এই ফোনটি আসে। ফোন করে এক ব্যক্তি বাংলায় বলে, “আপনাদের ফ্লাইট হাইজ্যাক করা হবে।” এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, যে ব্যক্তি ফোন করেছিল সে নিজেকে প্রশান্ত বিশ্বাস বলে পরিচয় দেয়। সেই ফোন পাওয়ার পরই এয়ার ইন্ডিয়ার বিমানগুলির নিরাপত্তা একধাক্কায় কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ, বম্ব স্কোয়াড থেকে ডগ স্কোয়াড, সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। বিমানবন্দরে থাকা এয়ার ইন্ডিয়ার সব বিমানগুলিতেও বর্তমানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, যে নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বরটি ইতিমধ্যেই ট্র্যাক করে ফেলে পুলিশ। ফোনটি উত্তর ২৪ পরগনার বনগাঁর কুন্দিপুর থেকে এসেছিল। ইতিমধ্যেই পুলিশ প্রশান্ত বিশ্বাসের বাড়িতে পৌঁছে, তাকে আটক করে থানায় নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে, কী কারণে এয়ার ইন্ডিয়ার অফিসে সে ফোন করেছিল। ফোন নম্বরটিও বা কোথা থেকে পেয়েছে সে! তবে, একটি সূত্র জানাচ্ছে প্রশান্ত মানসিক ভারসাম্যহীন! তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।