দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২১ জুলাই: ১১ বছর পর জামিন পেলেন কুখ্যাত ‘নেতাই কাণ্ডে’ অভিযুক্ত দুই CPIM কর্মী। বুধবার মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন নেতাই গণহত্যায় অন্যতম অভিযুক্ত দুই সিপিআইএম কর্মী, পিন্টু রায় ও গান্ডীবন রায়। জেল থেকে বেরোনোর পরই দুই কর্মীর হাতে তুলে দেওয়া হল ফুলের তোড়া! যদিও, গত ৪ জুলাই কলকাতা হাইকোর্ট এই দুই অভিযুক্তর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। তবে, জামিনের শর্ত হিসেবে এক লক্ষ টাকা করে দু’জনকে দুই লক্ষ টাকা বেলবন্ড দেওয়ার নির্দেশ দেয় আদালত এবং প্রতি সপ্তাহে দু’জনকেই স্থানীয় থানায় হাজিরা দিতে বলা হয়। আদালতের শর্ত মেনে, বুধবার বিকেলে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পান দুই CPIM কর্মী।

thebengalpost.net
জেল মুক্তি:

জানা যায়, গত ৪ জুলাই আদালত মুক্তি দিলেও, দুই কর্মীর পক্ষে ২ লক্ষ টাকা জোগাড় করা সম্ভব হয়নি! তাই, অপেক্ষা করতে হল ১৭ দিন! অবশেষে দলীয় হস্তক্ষেপে টাকা জোগাড় হয়। স্বভাবতই, ১১ বছর পর মুক্তি পাওয়ার আনন্দে উদ্বেল দুই CPIM কর্মী সহ তাঁদের পরিবার পরিজনেরা। দলীয় নেতৃত্ব ও অন্যান্য কর্মীদের পক্ষ থেকে দু’জনকেই পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে লালগড়ের নেতাই গ্রামে CPIM এর দলীয় কার্যালয় থেকে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ জন গ্রামবাসীর। আহত হয় প্রায় ২০ জন। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় ২০ জন অভিযুক্তকে। এপর্যন্ত শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেলেন ৪ জন। বাকি ১৬ জন এখনও জেলেই রয়েছেন বলে জানা গেছে।