দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ জুলাই: সোমবার সকালেই এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-কে। রবিবার সন্ধ্যায় নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। SSKM থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে হাসপাতালেরই অ্যাম্বুল্যান্সে। তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএমের একজন চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপর কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর এইমসে (Bhuneshwar AIIMS)।

thebengalpost.net
পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ছবি) :

উল্লেখ্য যে, SSKM-এ নয়, ভুবনেশ্বরে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে তাঁর, রবিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন ED-র আইনজীবী সওয়ালে বলেন, “যদি পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে না নেওয়া যায় সেক্ষেত্রে তাঁকে কীভাবে জেরা করা সম্ভব!” এদিন ED-র আইনজীবী এও দাবি করেন, “তদন্তকারী আধিকারিকদের সঙ্গে ভালো ব্যবহার করেননি পার্থ চট্টোপাধ্যায়। ডনের মতো ব্যবহার করেছেন তিনি।” এরপরই, কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দেয়। জানা গিয়েছে, সোমবার সকালেই তাঁকে ভুবনেশ্বর AIIMS-এ নিয়ে যাওয়া হবে। ভুবনেশ্বর AIIMS-এ একটি মেডিক্যাল টিম গঠন করা হবে। তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন।