দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ মার্চ:”খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বগটুই -এর হত্যাকান্ড যে ভাবে সমাজে প্রভাব ফেলেছে, তাতে রাজ্যের তদন্তকারীদের ওপর আর ভরসা করা যাবে না।” নির্দেশ দেওয়া হল CBI তদন্তের। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ শুক্রবার এই দিয়েছে। পাঁচ পাঁচটি জনস্বার্থ মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
প্রসঙ্গত, রাজ্য পুলিশ নিয়ে সিট গড়েছিল সরকার। তাতে ভরসা রাখলেন না বিচারপতিরা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। বিচারপতিদের মতে, রাজ্য পুলিশের নেতৃত্বে সঠিক তদন্ত হওয়া সম্ভব নয়। এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। সিবিআই কে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে। মামলাকারীদের আইনজীবীরা আদালতের নির্দেশে খুশি। খুশি বগটুই গণহত্যায় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও।