Kolkata High Court

Abhijit Gangopadhyay: কোনো ‘জ্যাঠামহশাই’- এর জ্ঞান শুনতে রাজি নন, ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়ে রাখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৩ জুন: কলকাতা হাইকোর্টে এবার ‘জ্যাঠামশাই’ বিতর্ক! বৃহস্পতিবার নিজের এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, “আপনাদের বক্তব্য আমি রেকর্ড করি। আমার বক্তব্য-ও রেকর্ড করা হয়। কোনো জ্যাঠামশাই মিডিয়ায় আমাকে জ্ঞান দেবে সেটা সহ্য করবো না! আইনের এ টু জেড না জানলেও, এ-বি-সি-ডি আমি জানি। জ্যাঠামশাইয়ের পারফরম্যান্সের কথা সবাই জানে! ওঁর বিষয়ে পরে ব্যাবস্থা নেব। তথ্য প্রমাণ জোগাড় করেছি। খুব শীঘ্রই তিনি টের পাবেন।” বৃহস্পতিবার ওই আইনজীবীকে ‘জ্যাঠামশাই’ বলে সম্বোধন করলেও, তাঁর নাম নেননি তিনি। যদিও, সংশ্লিষ্ট সকলেই জানে সম্প্রতি, কংগ্রেস নেতা তথা বর্ষিয়ান আইনজীবী অরুনাভ ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় -কে ধারাবাহিকভাবে আক্রমণ করেছেন। প্রথমে রাহুল গান্ধীর একটি বিষয় নিয়ে, পরে এসএসসি ও প্রাইমারি সংক্রান্ত সিবিআই মামলা নিয়ে। অরুণাভ ঘোষের সাম্প্রতিক মন্তব্য ছিল, “দোষীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। তা না করে উনি একতরফাভাবে রায় শোনাচ্ছেন। রোজ আদালতে গ্যালারি শো করছেন।” এর আগে তিনি মন্তব্য করেছিলেন, “মনে হচ্ছে জ্যাঠামশাই আইনের এ-বি-সি-ডি জানেন না!” সেই প্রসঙ্গেই, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের একসময়ের দুঁদে আইনজীবী-কে নাম না করে কড়া আক্রমণ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়:

উল্লেখ্য যে, বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এজলাসে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘‘যদি কোনও মামলায় আপনাদের মনে হয় আপনাদের বক্তব্যের কোনও অংশ নির্দেশনামায় লিপিবদ্ধ করা হয়নি, তা হলে সেটা আমাকে জানান। আমি সেটা সংশোধন করে দেব।” এর পরই তিনি বলেন, “এক জ্যাঠামশাই আইনজীবী যেখানে সেখানে বলে বেড়াচ্ছেন অভিজিৎবাবু এটা করেননি, অভিজিৎবাবু ওটা করেননি। আমি নাকি আইনের এ, বি, সি, ডি বুঝি না!” তিনি আরও বলেন, “আদালতের ওই জ্যাঠামশাই কি আইনের এ, বি, সি, ডি জানেন? এত দিনে জ্যাঠামশায়ের পারফরম্যান্স সবাই জানে। আমি আইনের এ টু জেড না-ই জানতে পারি কিন্তু এ, বি, সি, ডি ভাল করেই জানি।” বিচারপতির হুঁশিয়ারি, “এটা ঠিক হচ্ছে না! ওই আইনজীবী কে, তা আমি জানি। এমন মন্তব্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে চ্যালেঞ্জ করে। ফলে দু’এক মাসের মধ্যে তিনি টেরও পাবেন। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছি।”

অরুনাভ ঘোষ:

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

23 hours ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

1 day ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

2 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

3 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

5 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

6 days ago