দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল:”দুর্নীতি দেখলে আমি রুখে দাঁড়াবই। মাথায় বন্দুক ঠেকালেও আমি থামব না। তিনি বলেন, সব আমলেই দুর্নীতি হয়। আমি কোনও রাজনীতি করছি না। আইনজীবীরা রাজনীতি করতে পারেন! দুর্নীতির বিরুদ্ধে আদালত বিচার করছে। তাতে সমস্যা কোথায়?” সমস্ত বিশৃঙ্খলা, অরাজকতা- উপেক্ষা করে মঙ্গলবার দুপুরে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের ১৭ নং এজলাসের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, তাঁর এজলাসের সামনে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ১৭ নং রুমের সামনে বুধবার দুপুরে ‘বেনজির’ বিশৃংখল পরিবেশ তৈরি করেন তৃণমূল পন্থী আইনজীবীরা। তাঁদের ‘বিদ্রোহ’ মূলত এসএসসি দুর্নীতির বিরুদ্ধে একেরপর এক বিস্ফোরক নির্দেশ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। আর, তা করতে গিয়ে, বিচার প্রক্রিয়াকেও কিছু সময়ের জন্য অচল করে দেন সরকার পন্থী আইনজীবীরা। বিরোধী মনোভাবাপন্ন বা নিরপেক্ষ ভাবনার আইনজীবীদেরও তাঁরা এদিন আদালতে প্রবেশ করতে বাধা দেন। তা করতে গিয়ে, হাতাহাতি, মারামারি কিছুই বাকি ছিল না! শেষমেশ, বিরোধী মনোভাবাপন্ন আইনজীবিদের তীব্র লড়াইতে তাঁরা পিছু হটতে বাধ্য হন। সচল হয় শিক্ষাসংক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস। আর, আদালত সচল হওয়ার পরই, তৃণমূল পন্থী অর্থাৎ বিক্ষোভ দেখানো আইনজীবিদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ করতে তিনি বদ্ধপরিকর। আর, এই দুর্নীতি বন্ধ করতে তিনি প্রবীণ আইনজীবীদেরও সাহায্য চান।
প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নবম-দশমের শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী (গ্রুপ সি ও ডি) নিয়োগ মামলায়, কমিশনের নজিরবিহীন দুর্নীতির বিরুদ্ধে একপ্রকার ‘যুদ্ধ’ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একের পর এক সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের সর্বোচ্চ পদাধিকারী থেকে শুরু করে খোদ তৎকালীন শিক্ষামন্ত্রী-কেও সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও, এই সমস্ত নির্দেশের উপর বারবার স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। একসময়, ডিভিশন বেঞ্চের বিরুদ্ধেও সরব হয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। আর, এই ‘ব্যতিক্রমী লড়াই’ ই মেনে নিতে পারেননি সরকার পক্ষ তথা তাঁদের আইনজীবীরা। তাই, এবার সরাসরি আন্দোলনে নেমেছেন তাঁরা। যদিও, একাংশ এই ধরনের আইনজীবী ছাড়া, হাইকোর্টের অন্যান্য আইনজীবীরা এবং বঞ্চিত চাকরিপ্রার্থীরা বিচারপতি গঙ্গোপাধ্যায়-কে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই লড়াইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’ নাটকের যুবরাজ অভিজিৎ চরিত্র-কে খুঁজে পেয়েছেন। যিনি যুবরাজ হয়েও রাজশক্তির অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। যন্ত্রশক্তি ও পেশিশক্তির বিরুদ্ধে লড়াইয়ে বঞ্চিত প্রজাদের পক্ষ নিয়ে ‘মুক্তধারা’র বাঁধ খুলে দিয়েছিলেন! আর, সেই মুক্তধারার গতিপ্রবাহে নিজের জীবনও সমর্পণ করেছিলেন।
অন্যদিকে, আগামী ১৩ মে পর্যন্ত সিবিআই জিজ্ঞাসাবাদ থেকে স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ১৩ মে সকাল সাড়ে দশটায় পরবর্তী শুনানি হবে। এই চার সপ্তাহের মধ্যে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটি এসএসসি দুর্নীতি’র পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। ততদিন অবধি সিঙ্গেল বেঞ্চের অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এসএসসি সংক্রান্ত সমস্ত নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হয়। এমনকি, সমস্ত ধরনের সিবিআই তদন্ত ও জিজ্ঞাসাবাদের ওপরও ১৩ মে পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, আর.কে. বাগ কমিটি এসএসসির নবম ও দশম শিক্ষক নিয়োগ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি- নিয়োগের তদন্ত করবে। তা স্পষ্ট করে দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গ্রুপ ডি ও নবম-দশম ছাড়াও, গ্রুপ-সি নিয়োগের তদন্তও করতে হবে আর.কে বাগ কমিটিকে। কোনো অজুহাত শোনা হবেনা! এক্ষেত্রে, এই কমিটির রিপোর্টের উপরই যে শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশনের হোমরা চোমরা আধিকারিকদের তথা স্বয়ং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য অনেকাংশে নির্ভর করছে তা বলাই বাহুল্য!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…